fbpx

নতুন সিনেমার শুটিং শুরু করলেন প্রভাস

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দক্ষিণী সিনেমার সুপারস্টার প্রভাস এরইমধ্যে বলিউডসহ সারা ভারত জুড়েই জনপ্রিয় হয়ে উঠেছেন। বিশেষ করে ‘বাহুবলী’ সিনেমার পর থেকে তিনি ভারতের গণ্ডি ছাড়িয়ে অন্য দেশেও এখন পরিচিত মুখ। জনপ্রিয় এবং ব্যস্ত এই অভিনেতা করোনা লকডাউনের দীর্ঘকালীন বিরতি শেষে মাস খানেক আগেই শুটিং সেটে ফিরেছেন।

নতুন সিনেমার শুটিং শুরু করলেন প্রভাস

‘বাহুবলী’ সিনেমায় প্রভাস এবং আনুশকা। ছবি: সংগৃহীত

দিন কয়েক আগেই রাধা কৃষ্ণ পরিচালিত “রাধে শ্যাম” সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। এবার শীঘ্রই শুরু করতে যাচ্ছেন প্রশান্ত নীল নির্মিত “সালার” সিনেমার শুটিং।

নতুন সিনেমার শুটিং শুরু করলেন প্রভাস

দক্ষিণী নায়কের তকমা ছাপিয়ে এখন তিনি ভারতের প্রভাস। ছবি: সংগৃহীত

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চলতি মাসের ২৬ তারিখ থেকেই ভারতের গোদাবরীখানীতে শুটিং শুরু করবেন তিনি। ৩ সপ্তাহ সেখানে অবস্থান করার কথা রয়েছে শুটিং ইউনিটের। বেশ কিছু অ্যাকশন দৃশ্যসহ সিনেমার গুরুত্বপূর্ণ কিছু দৃশ্য ধারণ করবেন তারা। সিনেমাটি পুরো ভারতজুড়ে ৫টি ভাষায় মুক্তি দেওয়ার কথা রয়েছে।

নতুন সিনেমার শুটিং শুরু করলেন প্রভাস

প্রভাস ছবি: সংগৃহীত

প্রসঙ্গত, লকডাউনের পর সিনেমা নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন প্রভাস। ওম রাউতের ‘আদিপুরুষ’ সহ আরও বেশ কিছু সিনেমায় নাম লিখিয়েছেন তিনি।

দিন কয়েক আগেই পরিচালক নাগ আশ্বিনের সাথেও একটি নতুন সিনেমায় সাক্ষর করেছেন প্রভাস। সিনেমাটিতে তাঁর বিপরীতে অভিনয় করবেন দীপিকা পাডুকোন।

Advertisement
Share.

Leave A Reply