fbpx
BBS_AD_BBSBAN
৯ই ডিসেম্বর ২০২৩ | ২৪শে অগ্রহায়ণ ১৪৩০ | পরীক্ষামূলক প্রকাশনা

নদী নিয়ে তাঁর তৃতীয় সিনেমা, পেল সেন্সর

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

নদী এবং তানভীর মোকাম্মেল যেন মুদ্রার এপিট ওপিট। কোথায় যেন নদীর সঙ্গে রয়েছে তাঁর আত্মীক যোগ। নদীকে কেন্দ্র করে বাঙালি কোনো পরিচালকের তিন তিনটি সিনেমা মুক্তি পাওয়ার ঘটনা এই প্রথম! ‘চিত্রা নদীর পাড়ে’, ‘নদীর নাম মধুমতী’ ছবির পর নদীকে কেন্দ্র করে তানভীর মোকাম্মেল নির্মাণ করলেন তাঁর তৃতীয় ছবি ‘রূপসা নদীর বাঁকে’। ছবিটি আনকাট সেন্সর সনদ লাভ করেছে।

একজন ত্যাগী বামপন্থী নেতার জীবনী নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। যাকে রাজাকাররা ১৯৭১ এ হত্যা করেছিল।

নদী নিয়ে তাঁর তৃতীয় সিনেমা, পেল সেন্সর

রূপসা নদীর বাঁকে সিনেমার একটি দৃশ্য। ছবি: কিনো- আই ফিল্মস

বাংলাদেশ সরকারের অনুদানপ্রাপ্ত ছবি এটি। প্রিমিয়ার শো হবে ১০ ডিসেম্বর। ১১ ডিসেম্বর হতে সিনেমাটির প্রদর্শনী শুরু হবে।

২ ঘণ্টা ১৭ মিনিট দৈর্ঘ্যের ছবিটির কাহিনী ও চিত্রনাট্য রচনা করেছেন তানভীর মোকাম্মেল, চিত্রগ্রহণ করেছেন মাহফুজুর রহমান, সম্পাদনায় ছিলেন মহাদেভ শী, শিল্প নির্দেশনা ও প্রধান সহকারী পরিচালক উত্তম গুহ, আবহসঙ্গীতে ছিলেন সৈয়দ সাবাব আলী আরজু, পোশাক পরিকল্পনায় চিত্রলেখা গুহ ও মেকআপে মোহাম্মদ আলী বাবুল। ছবির সহকারী পরিচালক ছিলেন রানা মাসুদ, সৈয়দ সাবাব আলী আরজু ও সগীর মোস্তফা।

নদী নিয়ে তাঁর তৃতীয় সিনেমা, পেল সেন্সর

রূপসা নদীর বঁকে ছবির দৃশ্য। ছবি: কিনো-আই ফিল্মস

“রূপসা নদীর বাঁকে” ছবিটিতে অভিনয় করেছেন জাহিদ হোসেন শোভন, খায়রুল আলম সবুজ, নাজিবা
বাশার, রামেন্দু মজুমদার, চিত্রলেখা ̧হ, ঝুনা চৌধুরী, আফজাল কবির, রাজীব সালেহীন, উত্তম গুহ,
মাসুম বাশার, আবদুল্লাহ রানা, বৈশাখী ঘোষ, সংগীতা চৌধুরী, মিলি বাশার, জেবুন্নেসা টুনটুনি, পাভেল
ইসলাম, শরীফ হোসেন ইমন, মোহসীন শামীম, ইকবাল আহমেদ, এনায়েত এ মাওলা জিন্নাহ. খন্দকার
সোহান, পংকজ মজুমদার, ইবধাহীম বিদু ̈ৎ, শ্যামল বিশ্বাস, আছিরউদ্দীন মিলন, নবকুমার সরকার, জহির
বাচ্চু, মৃণাল দত্ত, প্রশান্ত কর্মকার, শেখ আবুল খায়ের, নাহার, অপরূপ রাহী, আজম শেখ,
রানা মাসুদ, রেজাউল করিম সিদ্দীক, মেহেদী আল আমীন, শিশু শিল্পী তূর্য, হিয়া, হিমু।

Advertisement
Share.

Leave A Reply