fbpx

নয় মাসের মধ্যে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত

Pinterest LinkedIn Tumblr +

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৫ জন। আর নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯০৮ জন, যা নয় মাসের মধ্যে সর্বোচ্চ।

এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৮ হাজার ৯০৪ জন। আর এখন পর্যন্ত করোনা আক্রান্ত ব্যক্তির সংখ্যা মোট ৫ লাখ ৯৫ হাজার ৭১৪ জন।

রবিবার (২৮ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ২ হাজার ১৯ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লাখ ৩৫ হাজার ৯৪১ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২২ হাজার ১৩৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ১৭ দশমিক ৬৫ শতাংশ।

Share.

Leave A Reply