fbpx

পদাতিকের তিন দিনব্যাপী নাট্যোৎসব

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আগামী ২৩-২৫ ডিসেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার তিনটি মিলনায়তনে এক যোগে নাটক মঞ্চায়ন হবে। আগামী ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার উৎসবের উদ্বোধন হবে। এদিন জাতীয় নাট্যশালার মূল হলে রয়েছে আলোচনা এবং ‘সৈয়দ বদরুদ্দীন হােসাইন স্মারক সম্মাননা’ প্রদান অনুষ্ঠান।

‘নাটক হােক জীবন যুদ্ধের হাতিয়ার, নাটক হােক জীবনের প্রকাশিত সত্য’ প্রতিপাদ্য নিয়ে অনেক বছর ধরে নাট্য চর্চা করে আসছে পদাতিক নাট্য সংসদ। দলের প্রতিষ্ঠা সদস্যদের অন্যতম প্রয়াত সৈয়দ বদরুদ্দীন হােসাইন। মহান এই নাট্য ব্যক্তিত্বের স্মরণে প্রায় প্রতি বছরই নাট্য উৎসবের আয়োজন করে পদাতিক। এবছর এর এক যুগ পূর্তি উপলক্ষে তিনদিনব্যাপী ‘সৈয়দ বদরুদ্দীন হােসাইন স্মৃতি নাট্যোৎসব ও স্মারক সম্মাননা’ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উৎসবের প্রথম দিন ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে অনুস্বর নাট্যদলের নাটক ‘তিনকড়ি’, ৬-৪৫ মিনিটে এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে পদাতিক নাট্য সংসদের ‘কালরাত্রী’ এবং ৬-৩০মিনিটে স্টুডিও থিয়েটার মিলনায়তনে শব্দ নাট্য চর্চা কেন্দ্রের ‘রাইফেল’ নাটকের মঞ্চায়ন হবে।

উৎসবের দ্বিতীয় দিন ২৪ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার মূল হলে ঢাকা থিয়েটারের নাটক ‘একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার‘, ৬-৪৫ মিনিটে এক্সপেরিমেন্টাল হলে পদাতিক নাট্য সংসদের ‘গুনজান বিবির পালা’ এবং ৬-৩০মিনিটে স্টুডিও থিয়েটার মিলনায়তনে আরণ্যক নাট্যদলের ‘কহে ফেসবুক’ নাটক মঞ্চস্থ হবে।

এছাড়া ২৫ ডিসেম্বর শনিবার উৎসবের শেষ দিন সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার মূল হলে থিয়েটার আরামবাগের নাটক ‘দৌপদী পরম্পরা’, ৬-৪৫ মিনিটে এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে থিয়েটার ফ্যাক্টরির ‘আষাঢ়ষ্য প্রথম দিবসে’ এবং সন্ধ্যা ৬-৩০মিনিটে স্টুডিও থিয়েটার মিলনায়তনে থিয়াট্রন ঢাকার ‘সিচুয়ানের সুকন্যা’ নাটকের মঞ্চায়ন হবে।

এছাড়া উৎসব চলাকালে প্রতিদিন বিকেল ৪-৩০মিনিট থেকে ৬-৩০মিনিট পর্যন্ত জাতীয় নাট্যশালার বহিরাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে বিভিন্ন সাংষ্কৃতিক সংগঠন।

এদিকে আগামী ২৬ ডিসেম্বর রবিবার বিকেল ৪টায় শিল্পকলা একাডেমির সেমিনার হলে ‘রচনার অন্তরালে রচয়িতা সৈয়দ বদরুদ্দীন হােসাইন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন তরুণ প্রাবন্ধিক, নাট্যকার ও নাট্য সমালােচক অপূর্ব কুমার কুন্ডু। সেমিনারে আলােচনায় অংশ নেবেন মঞ্চসারথি আতাউর রহমান, নাট্যজন মামুনুর রশিদ, ম হামিদ, লাকী ইনাম, লিয়াকত আলী লাকী, গােলাম সারােয়ারসহ আরও অনেকে।উৎসবের টিকেট পাওয় যাবে শিল্পকলা একাডেমির চিলে কোঠা, কফি হাউস, আজিজ সুপার মার্কেটের বিটুইন এবং বেইলী রােডের থিয়েটার কর্নার ।

 

Advertisement
Share.

Leave A Reply