fbpx

ফিরছেন দাদা!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আবারও ফিরছেন দাদা, মানে সৌরভ গাঙ্গুলী। ‘দাদাগিরি’তে সৌরভ থাকবেন কিনা সেটা নিয়ে সংশয় দেখা দিয়েছিলো। কেউ বলছিলো সৌরভ থাকবেন পরবর্তী সিজনে, কেউ আবার বলছিলো তিনি থাকবেন না। তবে সব জল্পনা-কল্পনার অবসান হল এবার।

জি বাংলার জনপ্রিয় শো সম্বন্ধে নেটমাধ্যমে মঙ্গলবার আগাম হদিশ দিলেন সৌরভ গাঙ্গুলী স্বয়ং। ‘দাদাগিরি’র লোগোর সামনে দাঁড়িয়ে সঞ্চালক। সেই ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আরও একটি  সিজনের শুরু।’

গত বছর ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছিল ‘সিজন ৮’এর গ্র্যান্ড ফিনালে। সেই অনুযায়ী, চলতি  মাসেই ‘দাদাগিরি সিজন ৯’ আসছে কিনা সে কথা অবশ্য সৌরভ জানাননি।

মাস দু’য়েক আগে গুঞ্জন ছড়িয়েছিল, ‘দাদাগিরি’তে নাকি ‘দাদা’ আর থাকবেন না।

তবে সেসময় পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায় ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনকে বলেছিলেন, আমায় সৌরভ এই ধরনের কোনও কথা বলেননি।’

ফিরছেন দাদা!

নিজের ইনস্টাগ্রাম পেজে ছবিটি শেয়ার করেছেন সৌরভ গাঙ্গুলী। ছবি: ইনস্টাগ্রাম।

হালকা সমুদ্র-সবুজ ব্লেজার, ঘন নীলের উপর ছোট সাদা পোলকা ডটের টাই, একই রঙের রুমাল আর সাদা শার্টে দাদা যথারীতি ঝকঝকে। চশমাতেও রয়েছে নতুনত্বের ছোঁয়া।

ব্যাটে-বলে প্রতিপক্ষকে গুড়িয়ে দিতে ওস্তাদ ভারতের এই প্রাক্তন অধিনায়ক জি বাংলার ‘দাদাগিরি’তেও প্রথম দিন থেকেই ছক্কা হাঁকিয়েছেন। তার সঞ্চালনায় মুগ্ধ বাংলা ও বাঙালি। শো-এর টাইটেল ট্র্যাকের জন্য কলম ধরেছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। কণ্ঠ দিয়েছিলেন অরিজিৎ সিং।

Advertisement
Share.

Leave A Reply