fbpx

ফের চালু হলো মোহাম্মদপুর-আজিমপুর রুটে বিআরটিসির বাস

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

প্রায় দেড় বছর বন্ধ থাকার পর অবশেষে রাজধানী ঢাকার মোহাম্মদপুর-আজিমপুর রুটে চালু হলো চক্রাকার বাস।

সোমবার সকাল সাড়ে সাতটা থেকে এ রুটে বাস চালু শুরু হয়। তবে এবার চলছে না শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাস। এর পরিবর্তে দ্বিতল নন-এসি বাস এই রুটে চলাচল করবে। পাশাপাশি বাসের সংখ্যাও ৮টি থেকে কমিয়ে ৪টি করা হয়েছে।

২০১৯ সালের মার্চে রাজধানীর তিনটি রুটে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চক্রাকার এসি বাস চালু হয়। কম সময়ের মধ্যেই তা ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।

তবে অল্প সময়ের মধ্যে এসব বাস লোকসানের মুখে পড়ে। এক বছর চলার পর করোনাভাইরাসের কারণে গত বছরের মার্চ থেকে এ সেবা বন্ধ করে দেওয়া হয়।

চলতি মাসের ১৬ তারিখে উত্তরা থেকে মতিঝিল সেবাটি চালু হয়। সেখানেও দ্বিতল চারটি বাস চালু হয়। বিআরটিসি জানিয়েছিল, বিশ্ববিদ্যালয় খুললে মোহাম্মদপুর-আজিমপুর সেবাটি চালু করা হবে। তবে তা খোলার আগেই এ রুটে বাস চলাচল চালু হলো।

Advertisement
Share.

Leave A Reply