fbpx
BBS_AD_BBSBAN
২৯শে নভেম্বর ২০২৩ | ১৪ই অগ্রহায়ণ ১৪৩০ | পরীক্ষামূলক প্রকাশনা

বাংলাদেশ থেকে ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার নাগরিকদের জন্য ইতালিতে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

করোনার ভারতীয় ধরনের ব্যাপারে চলমান পূর্বসতর্কতার অংশ হিসেবে ইতালি রবিবার থেকে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে।

গত এপ্রিল থেকে চলমান এই নিষেধাজ্ঞার মেয়াদ গতকাল শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ভ্রমণের ওপর এখন নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক দফা বাড়ানো হলো।

ইতালির স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পারাঞ্জার মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ২১ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

তবে এই নিষেধাজ্ঞা ইতালির নাগরিকদের জন্য প্রযোজ্য নয়। অর্থাৎ বাংলাদেশ, ভারত বা শ্রীলঙ্কা থেকে যে কোনো ইতালিয়ান নাগরিক দেশটিতে ভ্রমণ করতে পারবে।

বর্তমানে ভারতে ‘বি.১.৬১৭’ নামের করোনার ধরনটি আতঙ্ক সৃষ্টি করেছে। এরই মাঝে বিশ্বের ৬০ টি দেশে এই ধরন ছড়িয়ে পড়েছে। করোনার ভারতীয় ধরনকে ‘উদ্বেগজনক’ হিসেবে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Advertisement
Share.

Leave A Reply