fbpx
BBS_AD_BBSBAN
২৯শে সেপ্টেম্বর ২০২৩ | ১৪ই আশ্বিন ১৪৩০ | পরীক্ষামূলক প্রকাশনা

বিদ্যুতের আলোয় বদলে গেছে লালমাই

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

জেলার নবগঠিত উপজেলা লালমাই প্রতিষ্ঠার মাত্র তিন বছরের মধ্যে শতভাগ বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে। বিদ্যুতের আলোয় বদলে গেছে এখানকার জনপদ। ফলে আলো-ঝলমলে লালমাই উপজেলা। মাত্র এক দশক আগেও সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে বেশির ভাগ গ্রামের ঘরে ঘরে জ্বলত সাঁঝবাতি। এ উপজেলার প্রতিটি গ্রাম এখন বিদ্যুতের আলোয় আলোকিত। চাওয়ার এক দিনেই এ জনপদে মিলছে নতুন বিদ্যুৎ সংযোগ। এতে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপির স্বপ্নের উপজেলার সর্বস্তরের মানুষ মহাখুশি।

লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নজরুল ইসলাম বাসসকে বলেন, লাকসামের একটি ইউনিয়ন ও সদর দক্ষিণ উপজেলার ৮টিসহ মোট ৯টি ইউনিয়ন নিয়ে ২০১৭ সালের ৯ জানুয়ারি লালমাই উপজেলার প্রশাসনিক কার্যক্রম শুরু হয়। উপজেলা হিসেবে যাত্রা শুরুর প্রাক্কালে এ উপজেলার বিদ্যুতায়নের চিত্র ছিল বেহাল। উপজেলার অধিকাংশ গ্রামই ছিল বিদ্যুতায়ন সুবিধার বাইরে। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ক্রমাগত বিদ্যুতায়নের চিত্র পাল্টে যেতে থাকে।

উপজেলার ১৭৯টি গ্রামই এখন বিদ্যুতের আলোয় আলোকিত। শুধু শতভাগ বিদ্যুতায়ন নয়, বিগত সময়ের তুলনায় কমেছে লোডশেডিং। এতে উপজেলার সর্বস্তরের মানুষ আনন্দিত। বর্তমান সরকারের আমার গ্রাম-আমার শহর, প্রতিটি গ্রামে আধুনিক নগর সুবিধা সম্প্রসারণ এ ভিশন বাস্তবায়নের অংশ হিসেবে এ উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply