যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে বিমানবন্দরে কর্মরত সকল সংস্থার কর্মীদের আন্তরিকভাবে কাজ করার আহবান জানান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী । এসময় বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে কোন আপোষ হবে না বলেও জানান তিনি ।

বিমানবন্দরে নিরাপত্তা মহড়া অনুষ্ঠানে আগত অতিথীরা। ছবি : মন্ত্রণালয়
২৪ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনুষ্ঠিত নিরাপত্তা মহড়া-২০২০ এ প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, বিমানবন্দরে নিরাপত্তার সাথে দেশের ভাবমূর্তি জড়িত, বিমানবন্দরের নিরাপত্তায় বিঘ্ন সৃষ্টির চেষ্টাকারীকে কোন প্রকার ছাড় দেয়া হবেনা বলেও হুঁশিয়ার দেন মন্ত্রী।
বর্তমানে এই বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা পূর্বের যেকোনো সময় থেকে অনেক বেশি উন্নত জানিয়ে, প্রতিমন্ত্রী বলেন ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী দেশের সকল বিমানবন্দরের আন্তর্জাতিক মানের নিরাপত্তা নিশ্চিতকরণের কার্যক্রম চলমান রয়েছে। দেশের প্রধান বিমানবন্দর হিসেবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে বডি স্ক্যানার সহ নানান আধুনিক নিরাপত্তা সরঞ্জাম স্থাপন করা হয়েছে।’
বর্তমানে যুক্তরাজ্যের কোভিড-১৯ পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘বিমানসহ বিভিন্ন এয়ারলাইন্স এর মাধ্যমে ও যুক্তরাজ্য হতে আগত যাত্রীদের আলাদাভাবে বিমানবন্দরে রাখার ব্যবস্থা করা হবে। কোভিড নেগেটিভ সনদ থাকলেও সন্দেহভাজন যাত্রীদের কোয়ারেন্টাইন-এ নিয়ে সেখানে পুনরায় কোভিড-১৯ পরীক্ষা করা হবে।’
এই বিষয় স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রক্ষা করে কার্যক্রম চলছে। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত আপাতত যুক্তরাজ্যের সাথে বিমান যোগাযোগ চালু থাকবে তবে ভবিষ্যতে প্রয়োজন হলে তা বন্ধ করা হবে বলেন তিনি ।
এসময় নিরাপত্তা মহড়ায় উপস্থিত ছিলেন বিমান বাহিনীর সহকারি প্রধান এয়ার ভাইস মার্শাল মোঃ আবুল বাশার, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, বাংলাদেশ বিমান বাহিনীর বঙ্গবন্ধু ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল সাঈদ হোসেন প্রমূখ।