fbpx

মাগুরায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ৪

Pinterest LinkedIn Tumblr +

মাগুরা-যশোর সড়কের শালিখা উপজেলার রামকান্তপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই দুর্ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

আজ রবিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দু’জন নারী ও দু’জন পুরুষ রয়েছেন। তবে, এখনও নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে মাগুরা দমকল বাহিনী সূত্র।

মাগুরা দমকল বাহিনীর স্টেশন অফিসার মাছুদুর রহমান সংবাদমাধ্যমকে জানান, যশোর থেকে মাগুরার উদ্দেশে যাত্রীবাহী বাসটি দুপুরে ছেড়ে আসে। পরবর্তীতে শালিখার রামকান্তপুর এলাকায় বেলা সাড়ে তিনটার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে খাদের পানিতে পড়ে যায়।

খবর পেয়ে মাগুরা থেকে দমকল বাহিনীর সদস্যরা গিয়ে ক্রেন দিয়ে বাসটিকে টেনে পানি থেকে উপরে তুলে এনে বাসের ভেতর ও নিচে থেকে চাপা পড়া অবস্থায় ৪ জনের মৃতদেহ উদ্ধার করে বলেও জানান দমকল বাহিনীর ওই স্টেশন অফিসার।

দুর্ঘটনার বিষয়ে শালিখা থানার ওসি মাহবুবুর রহমান সংবাদমাধ্যমকে জানান, দমকল বাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে হতাহতদের উদ্ধার করেছে। এ ঘটনায় শালিখা থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Share.

Leave A Reply