fbpx
BBS_AD_BBSBAN
২৯শে সেপ্টেম্বর ২০২৩ | ১৪ই আশ্বিন ১৪৩০ | পরীক্ষামূলক প্রকাশনা

মিশা-জায়েদের পদত্যাগের দাবিতে মানববন্ধন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

নতুন করে ২০ জন শিল্পীকে ভোটার করার জের ধরে দীর্ঘদিন ধরেই মিশা-জায়েদ নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে আন্দোলন করে আসছেন ভুক্তভোগী শিল্পীরা। তারা শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ থেকে মিশা সওদাগর এবং জায়েদ খানের পদত্যাগ চাইছেন।

২০১৭-২০১৮ সালের শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সমিতির মোট ভোটার সংখ্যা ছিল ৬২৪ জন। মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল বিজয়ী হওয়ার পর এ তালিকা থেকে ১৮৪ জন ভোটারের ভোটাধিকার বাতিল করে সহযোগী সদস্য করা হয়েছে। যার ফলে তারা ভোটাধিকার হারিয়েছেন।

আজ বুধবার (২৫ নভেম্বর) মিশা-জায়েদের পদত্যাগের দাবিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী অধিকার রক্ষা ফোরামের ব্যানারে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। জাতীয় প্রেস ক্লাবের সামনে বেলা ১১টার দিকে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন কয়েকজন চলচ্চিত্র শিল্পী। তাদের বেশিরভাগই শিল্পী সমিতির সদস্যপদ হারানো সদস্য।

এর আগেও ১৯ জুলাই মিশা-জায়েদের পদত্যাগের দাবিতে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) সামনে মানববন্ধন করেছে সংগঠনটি।

Advertisement
Share.

Leave A Reply