fbpx

যুক্তরাষ্ট্রের ক্যামডনে সেরা সিনেমার পুরস্কার পেলো ‘অন্যদিন’  

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

১৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্রের ক্যামডেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের(হ্যারেল অ্যাওয়ার্র) পুরস্কার জিতে নিয়েছে বাংলাদেশি পরিচালক কামার আহমাদ সাইমনের ‘অন্যদিন’। এই উৎসবটি ‘অস্কার হটস্পট ফেস্টিভ্যাল’ নামে সমধিক পরিচিত।

উৎসবের ১৮তম আসরে এ বছর হ্যারেল অ্যাওয়ার্ডের জন্য প্রতিযোগিতা করে বিশ্বের বিভিন্ন দেশের আটটি চলচ্চিত্র। চলচ্চিত্রগুলোর প্রদর্শনী শেষে সোমবার(১৯ সেপ্টেম্বর) রাতে দেওয়া হয় এই  পুরস্কার, যেখানে উপস্থিত ছিলেন ছবির পরিচালক কামার ও প্রযোজক সারা।

যুক্তরাষ্ট্রের ক্যামডেন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালকে বলা হয় ‘অস্কার ক্যাম্পেইন হটস্পট’। আর এ উৎসবের ১৮তম আসরে অংশ নেয় বাংলাদেশের ছবি ‘অন্যদিন’।কামার আহমাদ সাইমনের  ‘জল’ত্রয়ীর (ওয়াটার ট্রিলজির) দ্বিতীয় ছবি এটি।

এই উৎসবে বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, নরওয়ে, সুইজারল্যান্ড এবং আর্মেনিয়ার চলচ্চিত্র প্রদর্শিত হয়। উৎসবে মেইনের রকল্যান্ডে অবস্থিত জার্নিস অ্যান্ড থিয়েটারে ‘অন্যদিন…’–এর প্রদর্শনী হয়।

উৎসবে অংশ নেওয়া স্বনামধন্য চলচ্চিত্র সমালোচক এরিক হাইনস বিচারকদের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, ‘এই ছবিকে শ্রেষ্ঠ পুরস্কার দেওয়ার ব্যাপারে আমরা বিচারকেরা সবাই একমত ছিলাম। একটা পুরো সমাজের শক্তিশালী ও চমৎকার পর্যবেক্ষণ রয়েছে এই ছবিতে।’

বাংলাদেশ, ফ্রান্স ও নরওয়ের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘অন্যদিন’। এটা শতভাগ ফিকশন ও  শতভাগ নন-ফিকশন ছবি।

২৯ সেপ্টেম্বর থেকে আগামী ৯ অক্টোবর কানাডার ভ্যানকুভার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও নির্বাচিত হয়েছে ‘অন্যদিন’। নির্মাতা জানান, ইউরোপের অন্যতম প্রধান চলচ্চিত্র উৎসব জুরিখ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এ বছর সেরা ছবির বিভাগে গোল্ডেন আই পুরস্কারের জন্য লড়বে ‘অন্যদিন’।

উল্লেখ্য, গত নভেম্বরে ইন্টারন্যাশনাল ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যাল আমস্টারডামে (ইডফা) প্রতিযোগিতা করেছিল ‘অন্যদিন’।

Advertisement
Share.

Leave A Reply