fbpx

রাতে পরীক্ষার জন্য বেগম জিয়াকে নেওয়া হবে হাসপাতালে

Pinterest LinkedIn Tumblr +

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আজ রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে। জানা গেছে, এ সময় সিটি স্ক্যানসহ বেশ কয়েকটি পরীক্ষা করা হবে বেগম জিয়ার।

আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার বিষয়টি সংবাদমাধ্যমকে জানান।

জাহিদ হোসেন বলেন, রাত ৮টার দিকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে বেগম জিয়ার সিটি স্ক্যানের পাশাপাশি আরো কয়েকটি পরীক্ষা করানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষাগুলো শেষ হলে রাতেই ফিরোজায় ফিরবেন খালেদা জিয়া। তবে, করোনা পজেটিভ হলেও খালেদা জিয়ার শরীরে কোনো উপসর্গ নেই এবং তিনি ভালো আছেন বলেও জানান তাঁর ব্যক্তিগত চিকিৎসক।

এর আগে, একই হাসপাতালে গত ১৪ এপ্রিল সিটি স্ক্যান করা হয়েছিল খালেদা জিয়ার। সে রিপোর্টের ফলাফল ‘নরমাল’ এসেছে বলে জানিয়েছিলেন চিকিৎসরা।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল খালেদা জিয়া করোনায় আক্রান্ত হওয়ার কথা গণমাধ্যমকে জানিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসময় তাঁর গুলশানের বাসা ‘ফিরোজা’তে বসবাসরত ব্যক্তিগত সহকারী ফাতেমাসহ আরও আটজন করোনায় আক্রান্ত হন।

এরপর ২৪ এপ্রিল আক্রান্তের ১৪ দিন পর আবার বেগম জিয়ার করোনা টেস্ট করা হলে ফলাফল আবারও পজেটিভ আসে। সে সময় বেগম জিয়ার চিকিৎসায় নিয়োজিত মেডিকেল টিমের প্রধান অধ্যাপক এফ এম সিদ্দিকী সাংবাদিকদের জানিয়েছিলেন, খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল। করোনার কোনো উপসর্গ তাঁর শরীরে নেই। তিনি ভালো আছেন। তাছাড়া, কিছুদিন পর আবারও খালেদা জিয়ার তৃতীয় দফা করোনা টেস্ট করা হবে বলেও জানিয়েছেন তিনি।

Share.

Leave A Reply