fbpx

রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে আগুনে নিহত ৭

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে আগুন লাগে সোমবার (২২ মার্চ) দুপুরে। তখন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামছুদ্দৌজা সংবাদমাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ ঘটনায় ৯ হাজার ৬০০ ঘর পুড়ে গেছে। তবে কোনো প্রাণহানীর খবর সোমবার জানা যায়নি। মঙ্গলবার (২৩ মার্চ) সকালে বিবিসি বাংলা স্থানীয় ফায়ার সার্ভিসের বরাতে জানায়, অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা ৭। নিহতদের মধ্যে আছে শিশু ও নারী শরণার্থীও। আগুনের ঘটনায় আহতের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে বলে জানায় স্থানীয় সংবাদমাধ্যম।

অগ্নিকাণ্ডস্থল থেকে ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ বিবিসি বাংলাকে বলেন, হতাহতের সংখ্যা নির্ধারণ কিংবা এই আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপনে তদন্ত কমিটি কাজ করবে।

 

Advertisement
Share.

Leave A Reply