fbpx

 শুক্রবারের বিনোদন; সিনেমা থেকে মঞ্চ নাটক

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

শুক্রবার মানেই ছুটির আমেজ, যান্ত্রিক শহরের মানুষ ছুটির দিনটি বেছে নেন রিফ্রেশমেন্টের দিন হিসেবে। আমাদের এই আয়োজন তাদের জন্যই, যারা শুক্রবারে সিনেপ্লেক্স বা বড় পর্দায় দেখতে চান সিনেমা বা যেতে চান মঞ্চনাটক বা ছবির প্রদশর্নী দেখতে। চলুন জেনে নেওয়া যাক এক এক করে কী থাকছে ৩১ মার্চ অর্থাৎ শুক্রবার।

শুক্রবার থেকে স্টার সিনেপ্লেক্সে আসছে হলিউড সিনেমা ‘ডেমন স্লেয়ার’ এবং ‘ডানজেন এন্ড ড্রাগনস’। হলিউড সিনেমা ‘শাজাম’ চলবে এই সপ্তাহেও। থাছে ‘এভাটার’ ও ‘এন্টম্যান’ও। তাছাড়া এই সপ্তাহেও চলবে ‘পরাণ’ ও ‘হাওয়া’।

শুক্রবার অনেকেই মঞ্চ নাটক দেখতে চান। মঞ্চে নাটক দেখতে চাইলে চলে যেতে পারেন শিল্পকলা একাডেমীতে। এদিন শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে  মঞ্চস্থ হবে তাড়ুয়া নাট্যদলের পরিবেশনায় নাটক ‘আদম সুরত’। এছাড়াও শিল্পকলায় এদিন দেখতে পাবেন মুহাম্মদ ইকবাল জাভেদের গল্প ও নির্দেশনায় মুকাভিনয় ‘ভার্চুয়াল ভাইরাস’।

তো, শুক্রবার ছুটির আমেজে আপনার সময় কাটুক শিল্পের সাথেই।

Advertisement
Share.

Leave A Reply