fbpx
BBS_AD_BBSBAN
২৯শে নভেম্বর ২০২৩ | ১৪ই অগ্রহায়ণ ১৪৩০ | পরীক্ষামূলক প্রকাশনা

সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোকে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দক্ষিণ আফ্রিকাসহ আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ ঠেকাতে দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়। এক্ষেত্রে, আক্রান্ত দেশগুলো থেকে আসা যাত্রীদের বিমানবন্দরে আলাদা স্ক্রিনিংয়ের আওতায় আনার কথাও বলা হয়েছে।

রবিবার (২৮ নভেম্বর) বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

বিমান প্রতিমন্ত্রী জানান, ‘আফ্রিকার কোনো দেশের সাথেই বাংলাদেশের সরাসরি আকাশপথে যোগাযোগ নেই। তবে, তৃতীয় কোনো দেশে ট্রানজিট নিয়ে বাংলাদেশে প্রবেশের সুযোগ রয়েছে। তাই ট্রানজিট যাত্রীর মাধ্যমেও যাতে দেশে ‘ওমিক্রন’ প্রবেশ করতে না পারে সেজন্য সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।’

সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে তিনি আরও বলেন, ‘যারা বিদেশ থেকে আসবেন, তারা যেন অন্তত নিজের পরিবারের কথা চিন্তা করে হলেও সতর্ক হন এবং সরকারের নির্দেশনাগুলো মেনে চলেন।’

এছাড়া, বাংলাদেশে প্রবেশের আগে ১৪ দিনের মধ্যে কেউ ‘ওমিক্রন’ আক্রান্ত দেশে গেলে তাকে ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখার কথা বলা হয়েছে।

এদিকে, ‘ওমিক্রন’ ঠেকাতে জাতীয় পরামর্শক কমিটি যেসব পরামর্শ দিয়েছে, তার মধ্যে আক্রান্ত দেশের সাথে ফ্লাইট চলাচল বন্ধ রাখা অন্যতম। বাংলাদেশে সংক্রমিত দেশ থেকে আসা যাত্রী প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছে কমিটি।

Advertisement
Share.

Leave A Reply