fbpx

২৮ কেজির বাগাড় মাছ ধরা পড়ল পদ্মায়

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

রাজবাড়ীর জৌকুড়া ঘাটের কাছে জেলেদের জালে ধরা পড়লো ২৮ কেজি ওজনের বাগাড় মাছ। শুক্রবার সকালে জেলেরা মাছটি ধরে স্থানীয় সূর্যনগর বাজারে তোলেন।

মাছটি বিক্রির জন্য জেলেরা দৌলতদিয়া ফেরিঘাট বাজারে নিয়ে যান। সেখান থেকে বারোশো টাকা কেজি দরে এটি কিনে নেন মৎস ব্যবসায়ী শাহজাহান শেখ। তিনি আবার দেড়হাজার কেজি দরে মোট ৪২ হাজার টাকায় মাছটি বিক্রি করেছেন ফরিদপুর হাজীগঞ্জ এলাকার এক শৌখিন ক্রেতার কাছে।

কেনার পরপরই ক্রেতা মাছটি তার নিজের বাড়ি নিয়ে যান বলে জানিয়েছে স্থানীয়রা।

মৎস্য ব্যবসায়ীরা জানান, পদ্মা নদীতে বর্তমানে ইলিশের দেখা তেমন একটা না মিললেও মাঝে মধ্যে বাগাড়, কাতলা, রুই বা পাঙাশ জাতীয় মাছ ধরা পড়ছে। অনেকসময় বিশাল আকারের মাছও ধরা পড়ছে।

শুক্রবার সকালে মাছটি ধরেন জেলে শামসু হালদারসহ তার লোকেরা। সকালের দিকে জালে ভারী কিছু আটকা পড়েছে বুঝতে পেরে সবাইকে ডেকে তোলেন শামসু। পরে জাল টেনে ওপরে তুলে দেখেন বিশাল এক বাগাড় মাছ। সূর্যনগর বাজারে এনে মাছটি ওজন করলে দেখা যায় প্রায় ২৮ কেজি।

 

Advertisement
Share.

Leave A Reply