fbpx

৫০ কোটি টাকার জমি দখলে রেখেছিলেন লতিফ সিদ্দিকী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

৬৬ শতাংশ সরকারি জমি দখলে রেখেছিলেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। প্রায় ৫০ কোটি টাকা মূল্যের এই জমির দখল মুক্ত করে টাঙ্গাইল জেলা প্রশাসন।

২৪ জানুয়ারি রোববার সকালে শহরের জেলা সদর সড়কের আকুরটাকুরপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ জমি উদ্ধার করা হয়। পরে সেখানে এটি ‘ক’ তালিকাভুক্ত সরকারি সম্পত্তি বলে সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজলিন শহীদ চৌধুরীর নেতৃত্বে এই উদ্ধার অভিযান চলে।
ম্যাজিস্ট্রেট গণমাধ্যমকে জানান, শহরের আকুরটাকুরপাড়া মৌজায় ২৪২ খতিয়ানের ৭৮৮ দাগে ৬৬ শতাংশ ‘ক’ তালিকভুক্ত অর্পিত সম্পত্তি দীর্ঘদিন ধরে আবদুল লতিফ সিদ্দিকী দখল করে রেখেছিলেন। বিষয়টি নিয়ে মামলা হলে উচ্চআদালত লতিফ সিদ্দিকীর জাল দলিল বাতিল করে সরকারের পক্ষে রায় দেন।

Advertisement
Share.

Leave A Reply