fbpx

৬০ বছর বয়সে ২য় বিয়ে করলেন আশীষ বিদ্যার্থী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

৬০ বছর বয়সে জীবনের নতুন ইনিংস শুরু করলেন ভারতীয় অভিনেতা আশীষ বিদ্যার্থী।  বৃহস্পতিবার(২৫ মে) জামাই ষষ্ঠীর দিন কলকাতায় দ্বিতীয় বিয়ে সেরে ফেললেন অভিনেতা। পাত্রী, রূপালি বড়ুয়া, কলকাতার এক নামী ফ্যাশন হাউসে কর্মরত। খবর টাইমস অব ইন্ডিয়া।

এর আগে অভিনেত্রী-গায়িকা রাজোশি বড়ুয়াকে বিয়ে করেছিলেন তিনি। তবে সেই বিয়ে টেকেনি। এবার নতুন করে গাঁটছড়া বাঁধলেন আশীষ। রূপালির সঙ্গে প্রেমের কথা গোপন রেখেছিলেন তিনি, বিয়ে করে চমকে দিলেন সকলকে।

বিয়ের পর ভারতীয় এক সংবাদমাধ্যমকে এই অভিনেতা বলেন, ‘জীবনের এই পর্যায়ে রূপালির সঙ্গে বিয়েটা একটা অসাধারণ অনুভূতি। সকালে আমাদের কোর্ট ম্যারেজ হয়েছে, তারপর সন্ধ্যায় গেট-টুগেদার।’

নেতিবাচক চরিত্র পর্দায় ফুটিয়ে তুলতে ওস্তাদ আশীষ বিদ্যার্থী। কেমনভাবে আশীষের প্রেমে পড়লেন রূপালি? তার জবাব, ‘উনি একজন ভালো মনের মানুষ, উনার সঙ্গ পাওয়াটা সৌভাগ্যের।’

১৯৮৬ সালে অভিনয় শুরু করেন আশীষ বিদ্যার্থী। গত চার দশকে ৩০০-র বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। কাজ করেছেন ১১টি ভারতীয় ভাষার ছবিতে।

Advertisement
Share.

Leave A Reply