fbpx

অক্টোবরে আসছে ১০০ টি বৈদ্যুতিক বাস

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সম্প্রতি রাজধানীর যে কয়টি বিষয় নিয়ে সবচেয়ে বেশি আলোচনা-সমালোচনা হয়েছে তার মধ্যে একটি হলো বায়ু দূষণ। বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকার স্থান বর্তমানে উপরের দিকেই। এবার শহরে বায়ু দূষণ কমাতে নতুন পদক্ষেপ নিল ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন। রাজধানীর গণপরিবহনে আগামী অক্টোবর মাসে ১০০টি নতুন বৈদ্যুতিক বাস যুক্ত হবে।

আজ মঙ্গলবার ফুলবাড়িয়া নগরভবনে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৭তম সভা শেষে সংবাদ সম্মেলনে কমিটির সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস এ কথা জানান।
তিনি এ সময় আরও বলেন, “আমাদের নগর পরিবহন বীরদর্পে এগিয়ে চলছে। এ বছরের মধ্যেই ১০০টি বৈদ্যুতিক বাস নামবে, যা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন পরিচালনা করবে”।

তিনি আরও বলেন, “এর মাধ্যমে আমরা ঢাকা শহরকে পরিবেশবান্ধব নগরে পরিণত করতে পারব। আমরা বায়ুদূষণের যে তকমা ছিল তা থেকে বের হতে পারব”।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।
অনুষ্ঠানে ঢাকা উত্তরের মেয়র বলেন, “রাজধানীর বায়ু দূষণ কমাতে সকলকে এগিয়ে আসতে হব ও বায়ু দূষণ এর ক্ষতিকর দিক সম্পর্কে সকলকে সচেতন করতে হবে”।

Advertisement
Share.

Leave A Reply