fbpx

অনির্দিষ্টকালের জন্য পেঁয়াজ রপ্তানি স্থগিত করল ভারত

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আবারো পেঁয়াজ রপ্তানিতে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে ভারত। শনিবার (২৩ মার্চ) কেন্দ্রীয় সরকার থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, পরবর্তী আদেশ আসার আগ পর্যন্ত স্থগিত থাকবে রপ্তানি।

এর আগে দেশের অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে গত বছর ডিসেম্বরে পেঁয়াজ রপ্তানিতে অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছিল ভারতের কেন্দ্রীয় সরকার। সেই নিষেধাজ্ঞার মেয়াদ ছিল ৩১ মার্চ পর্যন্ত।

সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজনীতি বিশ্লেষকরা মনে করছেন আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে দেশটির কেন্দ্রীয় সরকার এ পদক্ষেপ নিয়েছে। নির্বাচনের আগে ভারতীয় কর্তৃপক্ষের নেয়া এমন পদক্ষেপ বিদেশি বাজারে পেঁয়াজের উচ্চমূল্যকে আরও বাড়িয়ে তুলবে বলে আশঙ্কা করছেন তারা।

মুম্বাইভিত্তিক এক রপ্তানি সংস্থার নির্বাহী নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে বলেছেন, “বাজারে নতুন মৌসুমের ফসলের সরবরাহ বাড়ছে। ফলে বাজারে ক্রমেই পেঁয়াজের দাম কমছে। এ অবস্থায় নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর বিষয়টি আশ্চর্যজনক এবং একেবারেই অপ্রয়োজনীয়।”

Advertisement
Share.

Leave A Reply