fbpx

অপারেটরদের অবশ্যই পাওনা টাকা পরিশোধ করতে হবে: বিটিআরসি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

তিন মোবাইল ফোন অপারেটরের কাছে ভ্যাট ছাড়াই বিটিআরসি ২ হাজার ৪১৩ কোটি ৭৫ লাখ টাকা পায়। বিটিআরসি যে টাকা পায়, সে টাকা অবশ্যই অপারেটরদেরকে দিতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বিটিআরসির এক সংবাদ সম্মেলনে রোববার এ তথ্য জানানো হয়। বাংলাদেশ সুপ্রিমকোর্টের আপিল বিভাগ কর্তৃক দেশের তিন মোবাইল অপারেটরকে বিভিন্ন ফি ও মূল্য সংযোজন কর পরিশোধের আদেশ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিটিআরসি।

বিটিআরসির লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের মহাপরিচালক আশীষ কুমার কুন্ডু বলেন, ‘২০২২ সালের ২২ নভেম্বর পর্যন্ত গ্রামীণফোনের কাছে বিটিআরসিকে প্রদেয় পাওনার পরিমাণ ১১৬৩ কোটি ৮৫ লাখ টাকা। এছাড়া বাংলালিংকের কাছে ৬২৫ কোটি ২৭ লাখ ও রবির কাছে ৫৬৫ কোটি ৫৮ লাখ (এর মধ্যে এয়ারটেলের কাছে ৫৯ কোটি ৫ লাখ) টাকা পাবে বিটিআরসি।বিটিআরসি অপারেটরগুলো থেকে শতভাগ টাকা পাবে, এক্ষেত্রে এর মধ্যে ১৫ ভাগ ভ্যাট যুক্ত করা যাবে না।’

বিটিআরসি চেয়ারম্যান (দায়িত্বপ্রাপ্ত) প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ বলেন, ‘সরকারের টাকা মানে সাধারণ মানুষের টাকা। সেই টাকা অবশ্যই অপারেটরদেরকে দিতে হবে। বিটিআরসি জনগণের অর্থ আদায়ে বদ্ধপরিকর।’

লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের কমিশনার আবু সৈয়দ দিলজার হোসেন বলেন, ‘মোবাইল অপারেটররা বিটিআরসির পাওনা বাবদ প্রকৃত টাকা না দিয়ে ১৫ শতাংশ ভ্যাট আকারে অন্তর্ভুক্ত করে। যেমন, ১০০ টাকা মূল হলে বিটিআরসিকে তারা দেয় ৮৫ টাকা। বাকি ১৫ টাকা ভ্যাট হিসেবে দেখায়। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর সংশ্লিষ্ট অপারেটরদের কাছ থেকে প্রাপ্য আদায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশের সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত না মানলে আইনিভাবে সে বিষয়ে পদক্ষেপ নেবে বিটিআরসি।’

স্পেকট্রাম বিভাগের কমিশনার প্রকৌশলী শেখ রিয়াজ আহমেদ বলেন, ‘প্রায় আড়াই হাজার কোটি টাকা সরকারের রাজস্ব এবং জনগণের অর্থ। অপারেটরদেরকে এই অর্থ অবশ্যই পরিশোধ করতে হবে।’

সংবাদ সম্মেলনে অর্থ, হিসাব ও রাজস্ব বিভাগের কমিশনার ড. মুশফিক মান্নান চৌধুরী বলেন, ‘বিটিআরসি সরকারের কোষাগারে দ্বিতীয় সর্বোচ্চ রাজস্ব দিয়ে আসছে। রাজস্ব যাতে সঠিকভাবে আদায় করা যায়, সেজন্য রেভিনিউ ম্যানেজমেন্ট সফট্‌ওয়্যার বাস্তবায়নের পাশাপাশি রেভিনিউ পলিসি প্রণয়নের কার্যক্রম নেয়া হবে।’

Advertisement
Share.

Leave A Reply