fbpx

অস্কারে ‘হাওয়া’!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

নির্মাতা মেজবাউর রহমান সুমন নির্মিত ‘হাওয়া’ সিনেমাটি উড়ছে ঠিক হাওয়াতেই। আরেকটি সুখবর বয়ে নিয়ে এলো সিনেমাটি। ৯৫তম একাডেমি অ্যাওয়ার্ডসের ‘বিদেশি ভাষার সিনেমা’ বিভাগের জন্য বাংলাদেশ থেকে মনোনয়ন পেয়েছে হাওয়া’ সিনেমাটি। অস্কার বাংলাদেশ কমিটির সমন্বয়ক আব্দুল্লাহ আল মারুফ তথ্যটি নিশ্চিত করেছেন।

২০২৩ সালের ১২ মার্চ অনুষ্ঠিত হবে ৯৫তম অস্কারের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৪টি শাখায় দেয়া হবে পুরস্কার। বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম সেগুলোরই একটি।

মাঝসমুদ্রে গন্তব্যহীন একটি মাছ ধরার ট্রলারে আটকে পড়া আট জন মাঝি-মাল্লা এবং এক রহস্যময় ঘটনাকে কেন্দ্র করে ‘হাওয়া’ সিনেমার কাহিনী আবর্তিত হয়েছে। নির্মাতার মতে এটি মূলত এ কালের রূপকথা, আমাদের অঞ্চলের গল্প।

মেজবাউর রহমান সুমনের কাহিনি এবং সংলাপে চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন মেজবাউর রহমান সুমন, সুকর্ণ সাহেদ ধীমান এবং জাহিন ফারুক আমিন।

সিনেমাটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুশি, শরিফুল রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান এবং বাবলু বোস। চিত্রগ্রহণ করেছেন কামরুল হাসান খসরু, সম্পাদনা সজল অলক, আবহ সঙ্গীত রাশিদ শরীফ শোয়েব এবং গানের সঙ্গীতায়োজন করেছেন ইমন চৌধুরী।

Advertisement
Share.

Leave A Reply