fbpx

অস্কার মনোনয়ন দৌড়ে ভারতীয় সিনেমা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) প্রকাশ করা হয়েছে ৯৪ তম অস্কার মনোনয়নের তালিকা। ডকুমেন্টারি ফিচার বিভাগে শেষ পাঁচে জায়গা করে নিয়েছে দুই ভারতীয় পরিচালকের তৈরি সিনেমা ‘রাইটিং উইথ ফায়ার’। দুই পরিচালকের এক জন আবার বাঙালি।

পরিচালক রিন্টু এবং সুস্মিত ঘোষের সিনেমাটি এক দলিত মহিলা সাংবাদিককে নিয়ে। ২০২২ সাল থেকে এক দলিত মহিলা কীভাবে গ্রামের একটি সংবাদপত্রকে এগিয়ে নিয়ে চলেছেন, সেই গল্প নিয়েই ‘রাইটিং উইথ ফায়ার’। দুই পরিচালকেরই এটি প্রথম পূর্ণদৈর্ঘ্যের তথ্যচিত্র।

তথ্যচিত্রটি এর আগে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে সাফল্য অর্জন করেছে। এখন পর্যন্ত মোট ২০টি আন্তর্জাতিক পুরস্কার জিতেছে ‘রাইটিং উইথ ফায়ার’।

অস্কার মনোনয়নে ভারতীয় দর্শকদের আশা যুগিয়েছিল সিনেমা ‘জয় ভীম’, কিন্তু সেই আশা পূরণ হয়নি ভারতীয়দের। অর্থাৎ মনোনয়ন তালিকায় জায়গা হয়নি ‘জয় ভীম’ এর।

এখন সবাই বিশেষ করে বাঙালি দর্শক অপেক্ষা করছে বাঙালি পরিচালকের সিনেমা অস্কারের মঞ্চে নিজের জায়গা করে নেয় কিনা।

Advertisement
Share.

Leave A Reply