fbpx

অস্ট্রেলিয়ার সিডনিতে ফের লকডাউন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

অস্ট্রেলিয়ায় করোনা সংক্রমণে আবারও লকডাউনে ফিরছে গুরত্বপূর্ণ নগরী সিডনির বেশ কয়েকটি এলাকা। শুক্রবার মধ্যরাত থেকে বাসিন্দাদের এক সপ্তাহের জন্য ঘরে থাকার নির্দেশ দেয়া হয়েছে। লকডাউন চলবে ২ জুলাই পর্যন্ত।

এবারের লকডাউনের আওতায় রয়েছেন ১০ লাখেরও বেশি বাসিন্দা। কেবল জরুরি প্রয়োজনে তারা বাইরে যেতে পারবেন।

সম্প্রতি দেশটিতে ৬৫ জনের শরীরে গুচ্ছ সংক্রমণের প্রমাণ মিলেছে। এর মধ্যে চলতি সপ্তাহে কয়েকজনের দেহে ভাইরাসটির ডেল্টা ভ্যারিয়েন্টের উপস্থিতি পাওয়া গেছে। এরপরই ডেল্টা ভ্যারিয়েন্ট সংক্রমণের লাগাম টানতে লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সংবাদ মাধ্যম বিবিসি এই তথ্য দিয়েছে।

বিশ্বে করোনাভাইরাস নিয়ন্ত্রণের রাখার সফল দেশগুলোর মধ্যে অস্ট্রেলিয়া একটি। সংক্রমণ রোধে দেশটিতে দেয়া নির্ধারিত বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি নাগরিকরা কঠোর ভাবে মেনে চলাতেই ভাইরাসটি নিয়ন্ত্রণে রয়েছে বলে বিভিন্ন সময় জানিয়েছে কর্তৃপক্ষ। দেশটিতে এ পর্যন্ত ভাইরাসটি হানা দিয়েছে ৩০ হাজার মানুষের শরীরে। মারা গেছে ৯১০ জন।

Advertisement
Share.

Leave A Reply