fbpx

অস্ত্র আইন মামলায় নূর হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

অস্ত্র আইনে মামলায় নারায়ণগঞ্জে সাবেক কাউন্সিলর ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন।

আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, ‘আলোচিত সাত খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনকে সকালে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জ আদালতে আনা হয়। দুপুরে আদালতে তোলা হলে অস্ত্র মামলার রায় দেয় আদালত। রায়ে নূর হোসেনকে দুটি ধারায় আলাদাভাবে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সালাউদ্দিন সুইট জানান, ২০১৪ সালে ১৫ মে দুপুরে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় নূর হোসেনের স্টোর রুমের নিচের তলা থেকে একটি পিস্তল, ৮টি গুলি ও ৮ কাটুসের গুলি উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।

পরদিন সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র আইনের দুটি ধারায় মামলা হয়। মামলার তদন্ত শেষে ওই বছরই প্রতিবেদন জমা দেয় পুলিশ।

মামলায় ৪ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত নূরকে দুটি ধারায় যাবজ্জীবন কারাদণ্ড দেন। এছাড়া আরেকটি অস্ত্র মামলা ও মাদক মামলায় ৪ জন সাক্ষী সাক্ষ্য দেন।

২০১৭ সালের ১৬ জানুয়ারি আলোচিত সাত খুন মামলায় নূর হোসেনকে মৃত্যুদণ্ড দেন আদালত। এরপর থেকে তিনি কারাগারে আছেন।

রায় ঘোষণার পর নূর হোসেনকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে বলে জানান আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান।

Advertisement
Share.

Leave A Reply