fbpx

আখেরি মোনাজাতে অংশ নিচ্ছেন নারীরাও

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে ময়দান এলাকায় নারীর ইজতেমায় নারীদের অংশ নেয়ার বিধান না থাকলেও আখেরি মোনাজাতে অংশ নিতে বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন বয়সী নারীরা গতকাল রাত থেকে ময়দান এলাকার আসতে শুরু করেছেন।

তারা ইজতেমা ময়দানের আশেপাশে, বিভিন্ন মিলকারখানা, বাসা-বাড়িতে ও বিভিন্ন দালানের ছাদে বসে আখেরী মোনাজাতে অংশ নেবেন। ভোর থেকে নারীরা ইজতেমা ময়দানের পাশে টঙ্গী হাসপাতাল মাঠ, স্টেশন রোডের ফুট ওভারব্রিজের নিচে অবস্থান নিচ্ছেন।

আখেরি মোনাজাতের ফজিলত লাভের আশায় তারা মোনাজাতে শরিক হতেই ময়দানের আশপাশের এলাকায় পর্দার সঙ্গে অবস্থান নিয়েছেন বলে জানিয়েছেন এ-সব নারী।

গত ১৩ জানুয়ারি (শুক্রবার) বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এতে অংশ নেয় তাবলীগ জামাতের কয়েক লাখ মুসল্লি।

এদিকে আজ রোববার (১৫ জানুয়ারি) অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত। এই আখেরি মোনাজাতে অংশ নিতে ভোর থেকে আশপাশের এলাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের হাজার হাজার মুসল্লির ঢল নামে ইজতেমার ময়দানের উদ্দেশে।

Advertisement
Share.

Leave A Reply