fbpx

আজ থেকে শুরু ‘আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আজ(৫ মার্চ) থেকে শুরু হচ্ছে ‘আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব বাংলাদেশ’। এটি এই উৎসবের ১৫তম আসর।৫-১১ মার্চ পর্যন্ত ঢাকার আগারগাঁও বাংলাদেশ ফিল্ম  আর্কাইভে অনুষ্ঠিত হবে আয়োজনটি।

‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’ স্লোগানে অনুষ্ঠেয় উৎসবটি ঢাকা ছাড়াও অন্যান্য বিভাগীয় শহরে আয়োজন করা হবে। দেশের আটটি বিভাগে মার্চ মাস জুড়েই এ উৎসব অনুষ্ঠিত হবে।’

আয়োজকরা জানান, বাংলাদেশ ফিল্ম আর্কাইভে উদ্বোধনী দিন ছাড়া প্রতিদিন বেলা ১১টা, ২টা, বিকাল ৪টা ও সন্ধ্যা ৬টায় চারটি প্রদর্শনী হবে। করোনা পরিস্থিতি বিবেচনায় এবারের উৎসবে একটি ভেন্যুতে ৩৮টি দেশের ১১৭টি শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হবে। উৎসবের সব প্রদর্শনী অভিভাবক, শিশু-কিশোরসহ সবার জন্য উন্মুক্ত।

আজ বিকালে ফিল্ম আর্কাইভ প্রাঙ্গণে উৎসবের উদ্বোধন করবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চিলড্রেন’স ফিল্ম সোসাইটি বাংলাদেশের সভাপতি ড. মুহম্মদ জাফর ইকবাল।

Advertisement
Share.

Leave A Reply