fbpx

আজ রাতে প্রকাশ করা হবে গুচ্ছের বিজ্ঞান অনুষদের ফলাফল!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

গত শনিবার দেশজুড়ে একযোগে অনুষ্ঠিত হয়েছে গুচ্ছ ভুক্ত ২২ টি সাধারণ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। দেশের মোট ১৯ টি কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। আজ রাত সড়ে আটটায় প্রকাশ করা হবে এই পরীক্ষার ফলাফল।

আজ মঙ্গলবার (৬ জুন) বিকেলে গুচ্ছ ভর্তি পরীক্ষার আহবায়ক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.ফরিদ উদ্দিন আহমেদ এ তথ্য জানিয়েছেন।

অধ্যাপক ড.ফরিদ উদ্দিন আহমেদ বলেন, বিজ্ঞান অনুষদের হাজার ৮৭৫টি আসনের বিপরীতে সারাদেশে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল লাখ ৬৬ হাজার ৯৩৩ জন শিক্ষার্থী। এরমধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ১লাখ ৫৭ হাজার ৬৫৮ জন শিক্ষার্থী।

ভর্তি পরীক্ষার সব তথ্য গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে (https://gstadmission.ac.bd) পাওয়া যাবে।

Advertisement
Share.

Leave A Reply