fbpx

আজ ১০টার ইংরেজি সংবাদের পর ‘ইত্যাদি’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

৩ জানুয়ারি, রবিবার-রাত ১০টার ইংরেজি সংবাদের পর ইত্যাদি’র খাগড়াছড়িতে ধারণকৃত পর্বটি প্রচারিত হবে বলে জানিয়েছে ফাগুন অডিও ভিশন।

পার্বত্য জনগোষ্ঠী অধ্যুষিত খাগড়াছড়ির প্রাণকেন্দ্রে চারিদিকে পাহাড় বেষ্টিত চেঙ্গি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব মাঠে ধারণ করা এই পর্বটি ২০১৫ সালের ১৯ জানুয়ারি কয়েক হাজার দর্শক নিয়ে ধারণ করা হয়েছিল।

বিষয় বৈচিত্র্যে ভরপুর ইত্যাদি’র এই পর্বে রয়েছে কিছু মানবিক, অনুসন্ধানী, সচেতনতা ও শিক্ষামূলক প্রতিবেদন।

এবারের ইত্যাদিতে মূল গান রয়েছে একটি। বিভিন্ন জাতিসত্তার মধ্যে বন্ধন এবং আমাদের দেশের রূপ-বৈচিত্র্য বর্ণনা করে একটি দেশাত্মবোধক গান গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর। এই পর্বে চাকমা-ত্রিপুরা-মারমা ও বাংলা ভাষায় গাওয়া একটি দেশের গানের সঙ্গে ব্যতিক্রমী একটি নাচে অংশগ্রহণ করেছেন প্রায় তিন শতাধিক স্থানীয় নৃত্যশিল্পী।

রয়েছে দর্শক পর্ব, মামা-ভাগ্নে, নানী-নাতি, চিঠিপত্রসহ বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে বেশ ক’টি নাট্যাংশ।

ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। একযোগে অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড-এ।

Advertisement
Share.

Leave A Reply