fbpx

আট সপ্তাহ পরে নিতে হবে টিকার দ্বিতীয় ডোজ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চার নয় বরং আট সপ্তাহ পর করোনা টিকার দ্বিতীয় ডোজ দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। সোমবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় পরামর্শক কমিটির পরামর্শে টিকার ডোজের সময়সীমায় পরিবর্তন এনেছে স্বাস্থ্য অধিদপ্তর।

এর আগেও দুই ডোজের মধ্যকার সময় পরিবর্তন করেছিল স্বাস্থ্য অধিদপ্তর। করোনা ভ্যাকসিন দেয়ার চূড়ান্ত পরিকল্পনার সময় প্রথমে বলা হয়েছিল, প্রথম টিকা দেয়ার চার সপ্তাহ পরে দ্বিতীয় ডোজ দেয়া হবে। কিছু জনস্বাস্থ্যবিদ তখন এর সমালোচনাও করেন। এর প্রেক্ষিতে সময় পাল্টে আট সপ্তাহ করা হয়।

কিন্তু গণটিকাদান কর্মসূচি শুরু হওয়ার আগে ৬ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বলা হয়, দুই ডোজের সময়ের পার্থক্য হবে চার সপ্তাহ।

আট সপ্তাহ পরে নিতে হবে টিকার দ্বিতীয় ডোজ

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। ছবি : সংগৃহীত

এরই মধ্যে ৯ লাখের বেশি মানুষ প্রথম ডোজ টিকা নিয়েছেন। এখন স্বাস্থ্য অধিদপ্তর বলছে, প্রথম ও দ্বিতীয় ডোজের সময়ের পার্থক্য হবে আট সপ্তাহ।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন , এরই মধ্যে যাঁরা প্রথম ডোজ টিকা নিয়েছেন এবং যাঁদের চার সপ্তাহ পরে দ্বিতীয় ডোজ নিতে আসতে বলা হয়েছে, তাঁদের তথ্য এসএমএসে জানিয়ে দেওয়া হবে।

জাতীয় পরামর্শক কমিটির পরামর্শে এবং ব্যবস্থাপনার সুবিধার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান এই মহাপরিচালক।

Advertisement
Share.

Leave A Reply