fbpx

আতিকা ইয়ামিনের প্রথম একক গান

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সঙ্গীতশিল্পী আতিকা ইয়ামিন ২২ ফেব্রুয়ারি তার প্রথম একক গান ‘এক পশলা বৃষ্টি’ প্রকাশ করলেন। গানটির সুরকার সোহাগ চক্রবর্তী এবং গানের কথা লিখেছেন আতিকা নিজেই।

পৃথ্বীজিত সাহা পরিচালিত এবং আফফান আজিজ প্রিতুলের সম্পাদনায় অনুষ্ঠানে মিউজিক ভিডিওটির উন্মোচন করা হয় একটি সঙ্গীত সন্ধ্যার মাধ্যমে।

নিজের প্রথম গান প্রকাশের আয়োজনে আতিকা বলেন, ‘আমার প্রথম গানটি আমার প্রথম সন্তানের মতো। লেখা শুরুর দিন আমার মাধ্যমে জন্ম নেয় গানটি। গানটির সাথে সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় আজ গানটি প্রকাশ করা সম্ভব হয়েছে।’

গানটি লেখার পেছনের ভাবনা সম্পর্কে আতিকা বলেন, ‘মানুষের চরিত্রের বিশেষ একটি দিক নিয়ে গানটি রচনা করেছি আমি। মানুষের প্রতি মানুষের বিশ্বাসের গল্প উঠে এসেছে এখানে। একজন মানুষের সাথে অন্যজনের সম্পর্কের প্রথম ধাপ পরিচয়। সেখান থেকে তৈরি হয় বিশ্বাস আর নির্ভরতা। সব সময়ে যে নির্ভরতার এই গল্প চিরস্থায়ী হয় তা নয়। বেশির ভাগ ক্ষেত্রেই হয় ক্ষণস্থায়ী। একটি সম্পর্ক যখন হারিয়ে যায়, তখন অনেকে সেটা সহজে মেনে নিতে পারেন না। কাছের মানুষটির সাথে বিশ্বাসের সম্পর্ক বদলে যাওয়ায় নিজের প্রতি নিজের সংশয় তৈরি হয়। নিজের ভুল খুঁজে বেরায় মানুষ।
আত্মবিশ্বাসহীনতা কষ্ট দেয়। আমি আমার গানে অনুভূতির এই দিকটি তুলে এনেছি। লিরিক্সে বলেছি জীবনের গতিপথে হারিয়ে ফেলা সম্পর্কগুলিকে সযত্নে রেখে দিয়ে নতুন করে স্বপ্ন দেখার কথা।’

গান লেখার অনুপ্রেরণা সম্পর্কে তরুন তুর্কি আতিকা বলেন, ‘সম্পর্ক সকল মানুষের জন্যে গুরুত্বপূর্ণ। আমার জন্যেও তাই। এই ছোট্ট জীবনে আমার জীবন থেকেও হারিয়ে গিয়েছে গুরুত্বপূর্ণ সম্পর্ক। স্বপ্ন ভেঙ্গেছে, নিজের সাহসে উঠে দাঁড়িয়েছি। বুঝেছি ‘একলা চলো রে’-জীবন যাপনের মূলমন্ত্র। কষ্টকর সময়টি আমি কাটিয়ে উঠেছি। স্বপ্ন ভাঙ্গা গড়ার খেলা দেখে একলা বাঁচার সাহস করার সময়টি এই গান লেখার অনুপ্রেরণা।’

নিজের প্রথম গানের যাত্রার বিষয়ে আতিকা বলেন, ‘এক বছর ধরে এই গান নিয়ে কাজ করেছি আমি এবং গানটির সাথে সংশ্লিষ্ট সকলে। লিরিক্স তৈরি, সুর করা এবং সব শেষে নিজের গানের ভিডিওতে অভিনয়। বেশ কঠিন এবং নতুন এক অভিজ্ঞতা। প্রতিকূলতা পেরিয়ে আজ সকলের সামনে গানটি প্রকাশ করতে পেরে আমি আনন্দিত। শ্রোতাদের কাছে পৌঁছে গেলে-ই আমি তৃপ্ত হবো।’

২৬ ফেব্রুয়ারি, ২০২২ এই গানটি আতিকা ইয়ামিন নিজস্ব ইউটিউব চ্যানেল-এ আপলোড করা হয়। তার মৌলিক গান ছাড়াও, আতিকা অনেক বিজ্ঞাপন, নাটক এবং সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন।

খ্যাতিমান সংগীতশিল্পী মেহরীন মাহমুদ ও ফুয়াদ নাসের বাবু, প্রখ্যাত বিতার্কিক ও টিভি ব্যক্তিত্ব আব্দুন নূর তুষারসহ আরও অনেক বিশিষ্ট অতিথি অনুষ্ঠানে উপস্থিত হয়ে আতিকাকে শুভকামনা জানিয়েছেন।

Advertisement
Share.

Leave A Reply