fbpx

আবারও ইউএনডিপি’র শুভেচ্ছাদূত জয়া

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আবারও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন জয়া আহসান। এবার তিনি চুক্তিবদ্ধ হয়েছেন দুই বছরের জন্য। এর আগেও এক বছর শুভেচ্ছাদূত হিসেবে কাজ করেছেন এই অভিনেত্রী।

খবরটি জানা যায় জাতিসংঘ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২২ সাল থেকে জয়া আহসান ইউএনডিপি’র শুভেচ্ছাদূত হিসেবে কাজ করেছেন। আগামী ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত স্বেচ্ছাসেবক হিসেবে ইউএনডিপির সঙ্গে কাজ করবেন তিনি।

জয়া নিজেও চুক্তিবদ্ধ হওয়ার কিছু ছবি পোস্ট করেছেন নিজের ফেসবুক ওয়ালে।

পোস্টে তিনি লিখেছেন, ‘আমি খুবই এক্সাইটেড এবং সম্মানিত বোধ করছি দ্বিতীয়বারের মত ইউএনডিপির শুভেচ্ছাদূত নির্বাচিত হতে পেরে। আগামী দুই বছরের জন্য ইউএনডিপি’র বিভিন্ন ইস্যু যেমন লিঙ্গ সমতা, আবহাওয়ার পরিবর্তন, পরিবেশ এবং তাদের এসডিজি লক্ষ্যমাত্রা পূরণে কাজ করবো। আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

Advertisement
Share.

Leave A Reply