fbpx

আবারও ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণের সময়সীমা বেধে দিল রাশিয়া

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মারিউপোলে ইউক্রেনের সেনাদের আত্মসর্পণ করতে আরও একবার সময়সীমা বেধে দিলো রাশিয়া। স্থানীয় সময় বুধবার বেলা দুইটার মধ্যে সেনারা অস্ত্র সমর্পণ করলে সেনাদের জীবনের নিশ্চয়তা দেয়া হবে বলে জানিয়েছে মস্কো। সংবাদমাধ্যম বিবিসি দিয়েছে এই তথ্য।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বন্দর নগরী মারিউপোল চারদিক থেকে ঘিরে রেখেছে রুশ সেনারা। তবে এখনও লড়াই চালিয়ে যাচ্ছে তাদের সেনারা। কিয়েভের দাবি, রাশিয়া শহরটি ধ্বংস করে ফেলার সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে গেল সোমবারও ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণের জন্য আহ্বান জানিয়েছিল মস্কো। তবে এতে সাড়া দেয়নি কিয়েভ।

সংবাদমাধ্যম বিবিসিকে স্থানীয় শহরের ডেপুটি মেয়র বলেন, মারিউপোল ও এর আশেপাশের প্রায় ১ লাখ ৩০ হাজার বেসামরিক নাগরিক আটকা পড়ে রয়েছে। প্রায় ৫০ দিন ধরে তারা খাবার, পানি ও ওষুধের অভাবে মানবেতর জীবন কাটাচ্ছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘মারিউপোলের পরিস্থিতি খুবই গুরুতর’। মঙ্গলবার এক ভিডিও বার্তায় জেলনস্কি বলেন, ‘রাশিয়ার তুলনায় ইউক্রেনের হাতে আরও উন্নতমানের অস্ত্র থাকলে আরও আগেই তারা যুদ্ধ শেষ করে দিত।’

ইউক্রেনের স্বাধীনতা রক্ষার জন্য পশ্চিমা মিত্রদের কাছে অস্ত্র সহায়তা চান তিনি।

Advertisement
Share.

Leave A Reply