fbpx

আবারও ভরিতে স্বর্ণের দাম কমলো ১ হাজার ১৬৬ টাকা 

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দশ দিনের ব্যবধানে দেশের বাজারে আরেক দফা কমলো স্বর্ণের দাম। ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমে এখন বাজারে স্বর্ণ কিনতে লাগবে ৭৭ হাজার ২১৬ টাকা। অন্যান্য মানের স্বর্ণের দামও প্রায় একই হারে কমেছে।

সোমবার থেকে নতুন দর কার্য‌কর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস।

ঈদের আগে ৬ জুলাই সবশেষ স্বর্ণের দাম কমানো হয়েছিল। রবিবার পর্যন্ত সবচেয়ে ভালো মানের প্রতি ভরি স্বর্ণ ৭৮ হাজার ৩৮২ টাকায় বিক্রি হচ্ছে।

বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগারওয়ালা জানান, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমায় দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছে।

বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য হ্রাস পেয়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত হয়েছে। সোমবার থেকে এই নতুন দর কার্য‌কর হবে।

সোমবার থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে লাগবে ৭৭ হাজার ২১৬ টাকা। রবিবার পর্যন্ত এই মানের স্বর্ণ ৭৮ হাজার ৩৮২ টাকায় বিক্রি হয়েছে।

২১ ক্যারেট স্বর্ণের দাম পড়বে ৭৩ হাজার ১৬৬ টাকা। এর আগে এর দাম ছিল ৭৪ হাজার ৮৮৩ টাকা। অন্যদিকে, ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ৯৩৩ টাকা কমে ৬৩ হাজার ২১৯ টাকায় বিক্রি হবে। রবিবার পর্যন্ত এর দাম ছিল ৬৪ হাজার ১৫২ টাকা।

এছাড়া সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম ৭৫৮ টাকা কমে ৫২ হাজার ৭২১ টাকায় বিক্রি হবে। এর আগে এর দাম ছিল ৫৩ হাজার ৪৭৯ টাকা। তবে রুপার দাম আগের মতোই অপরিবর্তিত আছে।

Advertisement
Share.

Leave A Reply