fbpx

আবারও সচল হিলি স্থলবন্দর সাড়ে চার ঘণ্টা পর!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভারত থেকে আমদানির পাথরবোঝাই একটি ট্রাক সীমান্তের জিরো পয়েন্ট এলাকার প্রবেশমুখে বিকল হওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দরের কার্যক্রম বন্ধ ছিল। প্রায় সাড়ে ৪ ঘণ্টা পর আবারও সচল হয়েছে এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি।

সোমবার (১৫ নভেম্বর) বিকেল ৪টার দিকে এই স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম আবারও শুরু হয়।

এর আগে, সকাল সাড়ে ১১টায় হিলি জিরো পয়েন্ট এলাকায় আমদানি কার্যক্রম শুরু হওয়ার কিছুক্ষণ পরই পাথরবোঝাই ট্রাকটি বিকল হয়ে পড়ে। এতে বন্দরে বাণিজ্য কার্যক্রম বন্ধ হয়ে যায়।

বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত সংবাদমাধ্যমকে বলেন, বেলা ২টা পর্যন্ত সেখানে আমদানি-রপ্তানি স্বাভাবিক হয়নি। সকালে বন্দরে আমদানি শুরুর পর ভারত থেকে ৫টি পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করেছে। হিলি বন্দরে আমদানি-রপ্তানির জন্য রাস্তাটি একমুখী হওয়ায় প্রতিনিয়তই এ ধরনের সমস্যায় পড়তে হয় ব্যবসায়ীদের বলেও জানান তিনি।

Advertisement
Share.

Leave A Reply