fbpx

আমদানির পরই অর্ধেকে নামল পেঁয়াজের দাম!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশের বাজারে পেঁয়াজের দাম অস্বাভাবিক ভাবে বেড়ে যাওয়ার কারণে গত সোমবার (৫ জুন) পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছিল কৃষি মন্ত্রনালয়। আমদানির পর সপ্তাহ ব্যবধানে পেঁয়াজের দাম প্রায় অর্ধেকে নেমে এসেছে।

আজ রাজধানীর বাজারগুলোতে ভারতীয় পেঁয়াজ কেজি প্রতি বিক্রি হচ্ছে ৫৫-৬০ টাকায়। গত সপ্তাহে দেশি পেঁয়াজ বিক্রি হয়েছিল ১০০ টাকায় তবে সেই পেঁয়াজ আজকে বাজারে বিক্রি হচ্ছে ৭০-৭৫ টাকায়।

আমদানির শুরুর দিনেই বিপুল পেঁয়াজ এসেছে ভারত থেকে। এতে পাইকারি বাজারে পেঁয়াজ কেজিতে ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত কমেছে। সংশ্লিষ্টরা মনে করছেন পেঁয়াজের দাম সামনে আরও কমবে।

শুক্রবার (০৯ জুন) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বাজারে পেঁয়াজ সরবারহে কোনো ঘাটতি নেই। প্রতিটি দোকানেই চোখে পড়েছে আমদানি করা ভারতীয় পেঁয়াজ। ক্রেতারাও কম দামে পেঁয়াজ কিনতে পেরে বেশ খুশি।

রাজধানীর মুগদা এলাকার ব্যবসায়ী তৌহিদ বলেন, দাম বেশি থাকার কারণে ক্রেতারা পেঁয়াজ কেনা কমিয়ে দিয়েছিল, যিনি এক কেজি কিনতেন, তিনি কিনেছেন আড়াইশ গ্রাম। তবে আমদানির পর দাম কমায় এখন সবাই বেশি পেঁয়াজ কিনছেন। দেশি পেঁয়াজের তুলনায় ভারতীয় পেঁয়াজের দাম কিছুটা কম হওয়ায় বাজারে ভারতীয় পেঁয়াজের চাহিদা একটু বেশি।

পেঁয়াজের দামে লাগাম টানতে প্রায় আড়াই মাস বন্ধ থাকার পর দেশে পেঁয়াজ আমদানির অনুমতি দেয় কৃষি মন্ত্রণালয়। গেল তিন দিনে মোট ৮ হাজার ৩০০ টন ভারতীয় পেঁয়াজ দেশে ঢুকেছে।

বুধবার কৃষি মন্ত্রণালয় সূত্র জানায়, তিন দিনে মোট ৪ লাখ ৭৩ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের পেঁয়াজ আমদানির সিদ্ধান্তের প্রভাব পড়তে শুরু করেছে বাজারে।

Advertisement
Share.

Leave A Reply