fbpx

‘আরআরআর’-এর বিশ্বজয়, সিক্যুয়াল নিয়ে ভাবছেন রাজামৌলি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

‘নাটু নাটু’ গানের জন্য অস্কার জিতে তেলুগু ছবির ইতিহাসে নজির গড়েছে এস এস রাজামৌলির ছবি ‘আরআরআর’। গোল্ডেন গ্লোবসের মঞ্চে মিলেছে সেরা বিদেশি ভাষার ছবির সম্মান। অস্কারের মঞ্চে ‘নাটু নাটু’ ভূষিত হয়েছে সেরা মৌলিক গানের শিরোপায়। আপাতত, সাফল্য ও আনন্দের শিখরে রয়েছেন এসএস রাজামৌলিসহ ‘আরআরআর’ সিনেমার গোটা টিম।

এত এত সাফল্য এক সিনেমায়, তাহলে কি ‘আরআরআর’ সিনেমার সিক্যুয়াল নিয়ে ভাবছেন নির্মাতা? ভারতীয় সংবাদমাধ্যমকে রাজামৌলি জানান, অস্কারের মঞ্চে সাফল্যের পর সেই কাজ আরও দ্রুত গতিতে এগোবে বলেই আশা তার।

রাজামৌলি জানান, আরআরআর’ ছবির সিক্যুয়েলের চিত্রনাট্য লিখছেন তার বাবা, চিত্রনাট্যকার বিজয়েন্দ্র প্রসাদ।

রাজামৌলির বলেন, ‘অস্কার জয় অবশ্যই চিত্রনাট্য লেখার কাজে আরও গতি

ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, এই আলোচনার পরেই নাকি চিত্রনাট্য লেখার কাজে হাত লাগিয়েছেন বিজয়েন্দ্র প্রসাদ।

Advertisement
Share.

Leave A Reply