fbpx

আলোকচিত্রী শেখ সোহেলের লেন্সে বাংলার শীত

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

৭০ এর দশকে জন্ম নেওয়া আলোকচিত্রী শেখ সোহেল। ২০০৫ সালে ঢাকা ফটোগ্রাফিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা সম্পন্ন করেন। এরপর জড়িয়ে পড়েন প্রেস ফটোগ্রাফিতে। কাজ করেছেন বণিক বার্তা, দি ইনডিপেন্ডেন্ট, বাংলার চোখ, দিনের শেষে, দৈনিক লাল সবুজ- এর মতো উল্লেখযোগ্য গণমাধ্যমে। এখন ‘ফটোফাইন্ডার’ নামে একটি প্রতিষ্ঠানের প্রধান উদ্যোক্তা ও সিইও হিসেবে দায়িত্বরত আছেন।

বিবিএস বাংলা’র পাঠক ও দর্শকদের জন্য তার লেন্সে ধারণ করা অনবদ্য শীত ঋতুর কিছু ছবি নিয়ে এ আয়োজন।

আলোকচিত্রী শেখ সোহেলের লেন্সে বাংলার শীত

যে কুয়াশা হিমময়তায় ঢেকে যায় চারপাশ। তবু জীবিকা থামে। বেরুতে হয় পথে।

আলোকচিত্রী শেখ সোহেলের লেন্সে বাংলার শীত

এইসব পাতা ঝরা দিন বাংলার জনপদকে বদলে দেয়

আলোকচিত্রী শেখ সোহেলের লেন্সে বাংলার শীত

‘রস খাবেন, রস’- যা পান ছাড়া এ ঋতু জমে না।

আলোকচিত্রী শেখ সোহেলের লেন্সে বাংলার শীত

তবুও কুয়াশা কাটিয়ে মেয়েরা নামছেন পথে। দেশের অগ্রগামী প্রতীক এখন এই নারী সমাজ।

আলোকচিত্রী শেখ সোহেলের লেন্সে বাংলার শীত

পৃথিবীর বিশ্ময় সম্ভবত শিশুরা। এমন শীতে এক শিশুর কোলে চড়ার আবদার।

 

Advertisement
Share.

Leave A Reply