fbpx

‘আল-জাজিরার প্রতিবেদন দেশবিরোধী ষড়যন্ত্র’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সম্প্রতি আল-জাজিরা টেলিভিশনে সম্প্রচারিত প্রতিবেদনটি বাংলাদেশবিরোধী ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই প্রতিবেদন করা হয়েছে।

অতীতেও এমন মনগড়া সংবাদ প্রচার করা হয়েছে, আর এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, এটা সাংবাদিকতার নীতিমালার মধ্যে পড়ে না, এটা সম্পূর্ণ হলুদ সাংবাদিকতা।

৩ ফেব্রুয়ারি বুধবার রাজধানীর গুলশান পুলিশ প্লাজায় নৌ-পুলিশের ‘বঙ্গবন্ধু কর্নারের’ উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী।

এ সময় মিয়ানমারে সেনা অভ্যুত্থান সম্পর্কে মন্ত্রী জানান, সরকার বিষয়টি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে। সীমান্তে কড়া পাহারাসহ সীমান্তরক্ষীরা সতর্ক রয়েছে বলেও জানান তিনি।

ইতি মধ্যে দেশে বিষাক্ত মদপানে মৃত্যুর ঘটনা সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,করোনা পরিস্থিতির জন্য মদ আমদানি বন্ধ থাকার সুযোগ কাজে লাগিয়ে একটি চক্র নকল মদ উৎপাদন করছে। এদের বিরুদ্ধে পুলিশি অভিযান শুরু হয়েছে। অনেককে গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান মন্ত্রী।

 

Advertisement
Share.

Leave A Reply