fbpx

আসিফ আকবর ‘গুরু’ না, বড় ভাই: মুহিন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

রিয়েলিটি শো ‘ক্লোজ আপ ওয়ান, তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ দিয়ে নিজেকে চিনিয়েছিলেন মুহিন খান। এখন গায়ক পরিচয়ের বাইরেও তার নামের সাথে আরও কিছু পরিচয় যুক্ত হয়েছে। এখন মুহিন গায়ক, গীতিকার, সুরকার, সংগীত পরিচালক।

এত এত পরিচয় থাকলেও  মুহিন এখনও গান গাইতেই বেশি পছন্দ করেন। বললেন সে কথা অকপটে, ‘যাই করিনা কেন, গান গাইতেই আমি বেশি পছন্দ করি।’

‘রঙ্গন মিউজিক’ থেকে তার সুরে ২০০ গানে কন্ঠ দিয়েছেন বাংলাদেশ-ভারতের এক ঝাঁক গুণী শিল্পী। বাংলাদেশের আব্দুল হাদী, আসিফ তো আছেনই, আছেন ওপার বাংলার কুমার শানু, রূপঙ্কর বাগচী, শুভমিতার মত সংগীতশিল্পীরা।

এসব গুণী শিল্পদের সাথে কাজ করতে পেরে খুবই খুশি মুহিন। তিনি বলেন, ‘আসলে প্রথমে ঠিক হয়েছিল একশো গান করবো। কিন্তু কখন যে সেটা দুইশোতে পৌঁছেছে বুঝতেই পারিনি। আর এসব শিল্পীরা আমার সুরে গেয়েছেন, নিজেকে ধন্য মনে করছি।’

অনেকেই বলেন সঙ্গীতশিল্পী আসিফকে গুরু মানেন মুহিন। এটা আসলে কতটুকু সত্যি? মুহিন বলেন, ‘এই বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার। আমি আসিফ ভাইকে গুরু মানি না, তিনি আমার বড় ভাই, অভিভাবক। হয়তো কাব্যিক অর্থে সবাই ‘গুরু’ বলেন।’

সম্প্রতি মুক্তি পাওয়া রাশিদ পলাশ পরিচালিত সিনেমা ‘পদ্মাপুরাণ’ এর টাইটেল সঙটা মুহিনের গাওয়া। ‘পদ্মাপুরান’ এর মত একটি সিনেমার অংশ হতে পেরে এই তরুণ সঙ্গীতশিল্পী খুবই খুশি। সেটা জানালেন নিজেই।

নিজে উঠে এসেছেন রিয়েলিটি শো থেকে। তবে এই শিল্পী মনে করেন, রিয়েলিটি শো হলে ভালো তবে যথেষ্ট পৃষ্ঠপোষকতা দরকার। যে যেখান থেকেই কাজের সুযোগ পাক না কেন, প্রতিভাবান হলে সে কখনো ঠেকবে না। যেখানেই থাকুন, ভালো কাজের সুযোগ তিনি পাবেন বলেই বিশ্বাস করেন মুহিন।

https://www.facebook.com/eveningshow.bbs/videos/1523949944619876

Advertisement
Share.

Leave A Reply