fbpx

ইউএস টপ চার্টে ‘হাওয়া’, চারদিনে আয় ২১৩,৪৬১ ডলার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশের সীমানা ছাড়িয়ে বিদেশের মাটিতেও ‘হাওয়া’র বিজয়ের নিশান উড়ছে। ‘স্বপ্ন স্কেয়ারক্রো’-এর পরিবেশনায় মেজবাউর রহমান সুমনের ছবিটি একযোগে কানাডা ও আমেরিকার ১১৭টি থিয়েটারে দেখা যাচ্ছে গত ২ সেপ্টেম্বর থেকে।

‘স্বপ্ন স্কেয়ারক্রো’-এর প্রেসিডেন্ট সজিব সপ্তক জানান, যুক্তরাষ্ট্রে মুক্তির পর প্রথম ৪ দিনে ‘হাওয়া’ এ মুহুর্তে US TOP CHART এ ২৭ নম্বরে অবস্থান করছে।

মুক্তির প্রথম চার দিনেই ছবিটি আয় করেছে ২১৩,৪৬১ ডলার। কানাডা থেকে ৮৬,৩১২ ডলার, যুক্তরাষ্ট্র থেকে ১২৭,১৪৯ ডলার।

সজিব এক ফেসবুক পোস্টে আরও জানান, এখন পর্যন্ত ‘হাওয়া’ দেখেছেন, ২৫,৪৪৪ জন। তার মধ্যে কানাডায় দেখেছেন ৯,৯৩০ জন, আমেরিকায় দেখেছেন ১৫,৫১৪ জন।

ইউএস টপ চার্টে ‘হাওয়া’, চারদিনে আয় ২১৩,৪৬১ ডলার

‘হাওয়া’র এই সাফল্যে খুশি ছবিটির নির্মাতা ও কলাকুশলিরা।

গত ২৯ জুলাই বাংলাদেশে মুক্তি পায় ছবিটি। এখনো দেশের বিভিন্ন সিনেমা হলে দেখা যাচ্ছে ছবিটি।

মেজবাউর রহমান সুমনের কাহিনি এবং সংলাপে ‘হাওয়া’-র চিত্রনাট্য লিখেছেন মেজবাউর রহমান সুমন, সুকর্ন সাহেদ ধীমান এবং জাহিন ফারুক আমিন।

এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরীফুল ইসলাম রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান এবং বাবলু বোস।

Advertisement
Share.

Leave A Reply