fbpx

ইউনিয়ন পরিষদ নির্বাচনের নামে খুনোখুনি চলছে: জি এম কাদের

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ইউনিয়ন পরিষদ নির্বাচনের নামে খুনোখুনি চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ-এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ এখন থেকে জাতীয় পার্টির সহযোগি সংগঠন হিসেবে কাজ করবে বলে জানান জাপা চেয়ারম্যান।

জি এম কাদের বলেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনের নামে খুনোখুনি চলছে। নির্বাচনের নামে প্রহসন চলছে, তামাশার নির্বাচন চলছে দেশে।’

সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে নির্বাচন কমিশন পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সংবিধান অনেক ক্ষমতা দিয়েছে নির্বাচন কমিশনকে। কিন্তু তারা সুষ্ঠু নির্বাচনের জন্য ক্ষমতা প্রয়োগ করছে না। ইউনিয়ন পরিষদ হচ্ছে সব চেয়ে কম ক্ষমতার একটি প্রতিষ্ঠান, যেখানে বাজেটও থাকে স্বল্প। কিন্তু, নির্বাচন কমিশন পুলিশ ও প্রশাসনকে ব্যবহার করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ব্যর্থ হয়েছে।’

নির্বাচনে মানুষ ভোট দিতে না পারাটা দুর্ভাগ্যজনক জানিয়ে জিএম কাদের বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ব্যর্থতার দায় নির্বাচন কমিশনকেই নিতে হবে। ঠুনকো কারণে জাতীয় পার্টির প্রার্থীদের প্রার্থীতা বাতিল করে দিচ্ছে নির্বাচন কমিশন।’

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনে জয়ী হতে মরিয়া সরকার দলীয় প্রার্থীরা এমন অভিযোগ করে জাপা চেয়ারম্যান বলেন, ‘সরকার দলীয় প্রার্থীরা হামলা-মামলা করছে জাতীয় পার্টি প্রার্থীদের ওপর। সরকারী দলের সমর্থকরা নির্বাচনের মাঠে দাঁড়াতে দিচ্ছে না ভিন্নমতাবলম্বীদের।’

Advertisement
Share.

Leave A Reply