fbpx

ইতিহাসের সবচেয়ে বড় চুরি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ব্লকচেইন সাইট পলি নেটওয়ার্কের সিস্টেমের একটি দুর্বলতাকে কাজে লাগিয়ে ৬০ কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিয়েছে একটি হ্যাকার দল।

এর মধ্যে ২৬ কোটি ৭০ লাখ ডলারের ইথার, ২৫ কোটি ২০ লাখ ডলারের বিন্যান্স ও সাড়ে ৮ কোটি ডলারের ইউএসডিসি টোকেন আছে। বৃটিশ সংবাদ মাধ্যম বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

অর্থ ফেরত এবং হ্যাকারদের সঙ্গে যোগাযোগ স্থাপনের উদ্দেশে এরই মধ্যে পলি নেটওয়ার্ক কর্তৃপক্ষ টুইটারে পোস্ট দিয়েছে।

যেখানে পলি নেটওয়ার্ক হ্যাকারের উদ্দেশে লিখেছে, ‘আপনারা যে পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন, তা ইতিহাসের অন্যতম বড় চুরি। যেকোনো দেশে আইন প্রয়োগকারীরা এটিকে একটি বড় অর্থনৈতিক অপরাধ হিসেবে গণ্য করবে এবং আপনাদের নজরে রাখা হবে। আপনি যে অর্থ চুরি করেছেন, তা হাজার হাজার ক্রিপ্টো সম্প্রদায়ের সদস্যদের।’

হ্যাকাররা তাদের কন্ট্রাক্ট কলের দুর্বলতাকে কাজে লাগিয়েছে বলে প্রাথমিক তদন্তে দেখা গেছে বলে জানিয়েছে পলি নেটওয়ার্ক।

Advertisement
Share.

Leave A Reply