fbpx

ইতিহাস সৃষ্টি করলেন আনোয়ারুজ্জামান চৌধুরী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী মেয়র নির্বাচিত হয়েছেন। বেসরকারি ফলাফলে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৬৯ হাজার ১২৯ ভোট বেশি পেয়ে তিনি মেয়র নির্বাচিত হয়েছেন। এর আগে, সিলেট সিটির ইতিহাসে এত ব্যবধানে কেউ মেয়র নির্বাচিত হননি।

বুধবার ভোট গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করেন,রিটার্নিং কর্মকর্তা ও সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সাল কাদির। এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিসিক নির্বাচনে ৪২টি ওয়ার্ডের ১৯০টি ভোটকেন্দ্রে একযোগে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে চার লাখ ৮৭ হাজার ৭৫৩ ভোটারের মধ্যে দুই লাখ ২৭ হাজার ৮৫৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে বাতিল হয়েছে এক হাজার ২১৬ ভোট। ভোট পড়েছে ৪৬ দশমিক ৭১ শতাংশ।

ফলাফল অনুযায়ী, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী নৌকা প্রতীকে পেয়েছেন এক লাখ ১৯ হাজার ৯৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি মনোনীত নজরুল ইসলাম বাবুল লাঙল প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ৮৬২ ভোট।

এবার সিলেট সিটিতে মোট ভোটার সংখ্যা চার লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। তাদের মধ্যে পুরুষ দুই লাখ ৫৪ হাজার ৩৬০, নারী দুই লাখ ৩৩ হাজার ৩৮৭ জন এবং ছয়জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।

সিলেট সিটিতে মেয়র পদে ৮ জন, ৪২টি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ২৭৩ জন এবং ১২টি সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Advertisement
Share.

Leave A Reply