fbpx

ইন্ডিপেন্ডেন্ট থিয়েটার কালেকটিভ দীর্ঘজীবী হোক!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আমাকে মুক্ত করো ..
এই ‘ মন্ত্রাস’ থেকে!
আমার দিক থেকে দৃষ্টি সরাও….”

অস্থিরতার অসুখ এখন বড় বেশি দৃশ্যমান! প্রত্যেকে অস্থির এক সময়ের খাঁচায় বন্দি! ধর্মের নামে কোপ খেয়ে মরে যাওয়া অভিজিৎ, দীপন, লোহার রড দিয়ে পিটিয়ে মারা বিশ্বজিৎ, আগুনে পুড়িয়ে মারা নুসরাত, পিটিয়ে মেরে ফেলা আবরার , জলপাই ব্যারাকে খুন হয়ে যাওয়া তনু, বিদেশ বিভুঁইয়ে লাশ হয়ে বাড়ি ফেরা আবিরন, অথবা লালমনিরহাটে মানসিক চাপে থাকা সেই গ্রন্থাগারিককে পিটিয়ে আগুন ধরিয়ে জেহাদি জনতার উল্লাস, উন্নয়নের ডালপালার ভিতর আম জনতাকে পিষতে ডিজিটাল নিরাপত্তা আইন করে মুখ বন্ধ করার রাজনৈতিক ছক, বন পাহাড় জল দখল এর রাজত্ব, চার দেয়ালের ভিতর ডানা ঝাপটানো মরে বেচেঁ থাকা টানাপোড়েনের এমন স্যাঁতস্যাতে জীবন..তবু,
টু শব্দটি করা যাবেনা! প্রভাবক তার মিলিটারি কায়দায় কায়দা করে বেচেঁ থাকার মন্ত্র কানে গুঁজে দিয়েছে! একরকম কায়দা করেই যে যার জায়গায় ঠায় দাঁড়িয়ে…

অবদমিত সামাজিক, রাষ্ট্রীয়, ধর্মীয় রাজনৈতিক বৈকল্যে গা সওয়া এই দেশের বেশিরভাগ মানুষের ভাগ্যের বিচিত্র পরিনতি শেষতক.. মৃতমানুষের মতো!

মন মস্তিষ্কের স্বাধীনতাহীনতার ব্যারিকেড থেকে মাঝে মাঝে চিৎকার ছুড়ে দিয়ে বলতে ইচ্ছা হয়…” বা..” এই জীবন! ” এই মৃত্যু উপত্যকা আমার দেশ না! ”
কায়দা করে বাঁচতে শেখো…”

বিকারহীন সময়ের ‘কায়দা করে বেচেঁ থাকা’ সামাজিক জীবের খুঁচিয়ে খুঁচিয়ে বোধের খুঁটির আকাশ প্রদীপ খুঁজে পেতে বরাবর তাগাদা দিয়ে যাচ্ছেন নির্দেশক, নাট্যকার সৈয়দ জামিল আহমেদ।

“৪.৪৮ মন্ত্রাস” বর্তমান সময়ের বন্দী মানুষের বিষন্নতার মন্ত্র। সিভিয়ার ডিপ্রেশনে থাকা একজন শিল্পীর মনের ক্ষত বিক্ষত অসহায়ত্বর নিদারুণ পরিস্থিতির গল্প বলে গেছেন ইনস্টলেশন আর্ট এর কাঠামোয়। নাটকের প্রতিটা সিকোয়েন্স পোস্ট মডার্ন থিয়েট্রিক্যাল পারফরমেন্স!

শেষবার শহীদুল জহিরের উপন্যাস নিয়ে ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’ দেখার কপাল হয়েছিল। আর কখনো যদি ‘রিজওয়ান’ মঞ্চে ফিরে আসে …আবার দেখা হবে! ৪.৪৮ মন্ত্রাস” …লাইট , মিউজিক মঞ্চ, পারফরমেন্স সবটাই অনন্য অসাধারণ! এর জন্যে আবারও সেলাম ! স্পর্ধা, ইন্ডিপেন্ডেন্ট থিয়েটার কালেকটিভ দীর্ঘজীবী হোক!

আর এই নাটকটা দেখার পর সারাহ কেইন এর লেখা নিয়ে আরো বেশি কৌতূহলী হয়ে উঠলাম! তার “৪.৪৮ সাইকোসিস” মূল নাটকটা পড়ার আগ্রহ জারি থাকুক!

রোকসানা আমিন,  মিউজিশিয়ান, সিনিয়র সাংবাদিক

Advertisement
Share.

Leave A Reply