fbpx

ইসরায়েলকে সহায়তা করায় জর্ডানে বিক্ষোভ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ইরান থেকে ইসরায়েলে তিন শতাধিক ড্রোন ও মিসাইল হামলা যেন ইসরায়েল পর্যন্ত না পৌঁছে সেই চেষ্টা করায় বিক্ষোভ করছে গত কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করা জর্ডানের নাগরিকেরা।

বিক্ষোভকারীদের দাবি, ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র জর্ডানের বাধা দেওয়া ও অনিচ্ছাকৃতভাবে এই যুদ্ধে জড়িয়ে পড়া। এভাবে বাধা দিয়ে দেশের নাগরিকদের হুমকির মুখে ফেলা হচ্ছে বলে মনে করছেন তারা।

এ বিষয়ে মারিয়াম নামে আম্মানের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বলেন, ‘জর্ডানে ইরানের জনপ্রিয়তা নেই। কিন্তু আমি ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র জর্ডানের বাধা দেওয়া ও অনিচ্ছাকৃতভাবে এই যুদ্ধে জড়িয়ে পড়া প্রত্যাখ্যান করি।’

হুসেইন নামে আরেকজন রাজনৈতিক অ্যাক্টিভিস্ট বলেন, ‘জর্ডান যেভাবে ইসরায়েলকে রক্ষা করেছে তাতে আমি খুবই বিরক্ত৷’

এদিকে আত্মরক্ষার জন্য ড্রোণগুলো প্রতিহত করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে জর্ডান সরকার।

বিবৃতিতে জানানো হয়েছে, ‘এগুলো আমাদের জনগণ ও জনবহুল এলাকার জন্য হুমকিস্বরূপ ছিল।’

Advertisement
Share.

Leave A Reply