fbpx

ঈদের আগেই খুলবে বিআরটির চার কিলোমিটার এলিভেটেড অংশ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ঈদুল আজহার আগেই র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের হাউস বিল্ডিং থেকে চেরাগআলী কলেজগেট পর্যন্ত সাড়ে চার কিলোমিটার এলিভেটেড অংশ খুলে দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শনিবার (১৭ জুন) দুপুরে গাজীপুরের টঙ্গীতে বিআরটি প্রকল্পের সাড়ে চার কিলোমিটার নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, হাউস বিল্ডিং থেকে চেরাগআলী কলেজ গেট পর্যন্ত এলিভেটেড অংশের কাজ ৯৫ ভাগ শেষ হয়েছে। আগামী সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ পুরো প্রকল্প কাজ শেষ হবে।

ওবায়দুল কাদের আরও বলেন, এবার ঈদযাত্রা আরও নির্বিঘ্ন করতে রাস্তায় কোনো পশুর হাট বসতে দেয়া হবে না। নিয়ম অনুযায়ী নির্দিষ্ট জায়গায় পশুর হাট বসবে। রাস্তায় যেন কোনো যানজট সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখা হবে।

খুব অল্প সময়ের মধ্যেই  সারা দেশে আরো ১০০ সেতুর উদ্বোধন করা হবে বলেও জানান তিনি।

জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানি নাদিম হত্যার বিচারের বিষয়ে চানতে চাইলে তিনি জানান, দলীয় পরিচয়ের কারণে বিচার প্রভাবিত হবে না। হত্যা কান্ডে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Advertisement
Share.

Leave A Reply