fbpx

ঈদের ফিরতি যাত্রা: ১৬ এপ্রিলের ট্রেনের টিকিট মিলবে আজ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পবিত্র ঈদ-উল-ফিতরে বাড়ি যাওয়া মানুষের ফিরতি যাত্রায় ১৬ এপ্রিলের টিকিট বিক্রি হবে আজ শনিবার (৬ এপ্রিল)।

শনিবার সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের ও দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। যাত্রীদেরকে অনলাইনে টিকিট কিনতে হবে।

এছাড়া যাত্রী সাধারণের অনুরোধে ২৫ শতাংশ টিকিট ভ্রমণের দিন যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে।
যাত্রীরা ঈদের অগ্রিম যাত্রা ও ফিরতি যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার করে টিকিট কিনতে পারবেন। একজন যাত্রী সর্বাধিক চারটি টিকিট কিনতে পারবেন। এই টিকিট রিফান্ড করা হবে না।

আগামী ১৫ এপ্রিল যারা ঢাকায় ফিরতে চান তারা গতকাল শুক্রবার (৫ এপ্রিল) অগ্রিম টিকিট সংগ্রহ করেন। এর আগে, গত ২৪ মার্চ ঈদযাত্রার প্রথম অগ্রিম টিকিট বিক্রি শুরু করে বাংলাদেশ রেলওয়ে। গত ৩০ মার্চ পর্যন্ত এ অগ্রিম টিকিট বিক্রি চলে। গত ৩ এপ্রিল শুরু হয় ঈদের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি।

Advertisement
Share.

Leave A Reply