fbpx

ঈদে নৌযানে মোটরসাইকেল বহন নিষিদ্ধ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

এবারের ঈদের আগের পাঁচদিন ও পরের পাঁচদিন নৌযানে মোটরসাইকেল পরিবহন নিষিদ্ধ করেছে সরকার।

বুধবার (৬ জুলাই) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বিষয়টি জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান।

এর আগে ঈদের আগে ও পরে মোট সাতদিন এক জেলা থেকে অন্য জেলায় মোটরসাইকেল চলাচল করা যাবে না বলে নির্দেশনা দেয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। এছাড়া পদ্মা সেতুতেও পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

সড়ক দুর্ঘটনা রোধেই মোটরসাইকেল চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Advertisement
Share.

Leave A Reply